কুমিল্লায় নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

 কুমিল্লা ব্যুরো 
১৫ আগস্ট ২০২০, ০৯:৫২ পিএম  |  অনলাইন সংস্করণ

কুমিল্লায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।

শনিবার কুমিল্লা জেলা এবং মহানগর আওয়ামী লীগ, জেলা প্রশাসন, পুলিশ এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়।

সকালে বঙ্গবন্ধুর ম্যুরাল শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, সংরক্ষিত আসনের এমপি আনজুম সুলতানা সীমা, জেলা প্রশাসক আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।

পরে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ লাইনসে আলোচনা সভা এবং কাঙালি ভোজের আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ এবং আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ১৮ হাজার দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়। এ সময় দোয়া মাহফিল ও আলোচনা সভা এবং স্মরণসভা, বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি অতিবাহিত করা হয়।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন