মুক্তিপণের টাকা নিতে এসে র‌্যাবের জালে ধরা ৪ অপহরণকারী

 কুমিল্লা ব্যুরো 
২০ আগস্ট ২০২০, ০৮:২২ পিএম  |  অনলাইন সংস্করণ

কুমিল্লা ইপিজেডের কাদেনা গার্মেন্টসের এক নারী শ্রমিককে অপহরণের পর মুক্তিপণের টাকা নিতে এসে র‌্যাবের জালে ধরা পড়েছে ৪ অপহরণকারী। ওই নারী শ্রমিককে বেশি বেতনে অপর কারখানায় চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে অপহরণ করে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।

অপহরণের চার ঘণ্টার মধ্যেই বুধবার গভীর রাতে নগরীর টমছম ব্রিজ এলাকা থেকে ওই নারী শ্রমিককে উদ্ধার করে র‌্যাব। বৃহস্পতিবার বিকালে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান কুমিল্লার র‌্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুস সাকিব।

গ্রেফতারকৃত অপহরণকারীরা হল- কুমিল্লার লালমাই উপজেলার ছনগাঁও গ্রামের আমান উল্লাহর ছেলে আবদুল মমিন (২০), নগরীর শাকতলা এলাকার মৃত মনির হোসেনের ছেলে মো. সিয়াম (১৯), সদর দক্ষিণ উপজেলার উড়াশার গ্রামের আবু মিয়ার ছেলে সাইমন হাসান (১৯) ও চৌদ্দগ্রাম উপজেলার জামিয়া গ্রামের আবদুর রহিমের ছেলে আরিফ হোসেন (১৯)।

র‌্যাব জানায়, কুমিল্লা ইপিজেডের কাদেনা গার্মেন্টসের এক নারী শ্রমিক বুধবার রাত ৮টার দিকে ডিউটি শেষে বাসায় যাচ্ছিলেন। হাংছিং কটন মিলের শ্রমিক আবদুল মমিন ওই নারী শ্রমিককে বেশি বেতনে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে অপহরণ করেন। পরে তাকে হাংছিং কটন মিলের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের কথা বলে ইপিজেডের বাইরে একটি দোকানে নিয়ে যায়। সেখানে থাকা আরও কয়েকজন ওই নারী শ্রমিককে আটকে রাখে।

অপহরণকারীরা নারী শ্রমিকের মোবাইল ছিনিয়ে নিয়ে তার বাবাকে ফোন করে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। পরে র‌্যাবের একটি দল ভিকটিমের মায়ের মাধ্যমে টাকা দেয়ার কথা বলে মোবাইল ফোনে অপহরণকারীদের টমছম ব্রিজ এলাকায় আসতে বলে। রাত ১২টার দিকে তারা ওই নারীকে নিয়ে টমছম ব্রিজ এলাকায় আসার পর অপহরণকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করে এবং ভিকটিমকে উদ্ধার করে র‌্যাব। এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন