সংবাদমাধ্যমকে করোনার তথ্য দেবে না কুমেক
কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল থেকে সংবাদমাধ্যমে আর দেয়া হবে না করোনা সংক্রান্ত তথ্য। করোনাভাইরাসের সংক্রমণ-উপসর্গ নিয়ে মৃত্যুসহ এ সংক্রান্ত তথ্য প্রচার না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে জেলা কোভিড ব্যবস্থাপনা কমিটি।
তথ্য বিভ্রাটসহ নানা অপপ্রচার ঠেকাতেই এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে কুমেক কর্তৃপক্ষ। বৃহস্পতিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
কুমেক হাসপাতালের কোভিড ইউনিটের চিকিৎসক ইশতিয়াক জামান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কুমিল্লা জেলা কোভিড ব্যবস্থাপনা কমিটির নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২০ আগস্ট থেকে কুমিল্লা মেডিকেল কলেজ থেকে আর কোনো খবর কোনো ধরনের মিডিয়ায় দেয়া হবে না। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে কোভিড সংক্রান্ত কোনো খবর জানতে হলে জেলা প্রশাসক অথবা সিভিল সার্জন কার্যালয় থেকে সংগ্রহ করতে হবে।
এ বিষয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমান বলেন, মূলত তথ্য বিভ্রান্তি এড়াতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রায়ই দেখা যায়, আমাদের তথ্য এবং জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মিলে না। কারণ এখানে (কুমেক হাসপাতালে) উপসর্গ নিয়ে মারা যাওয়া অনেকের নমুনা পজিটিভ আসে। সেটি আবার দুদিন পর সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়। ফলে করোনা পজিটিভ এবং উপসর্গে মারা যাওয়া নিয়ে একই ব্যক্তির তথ্য দুই জায়গায় আসে। এ নিয়ে বিভ্রান্তি হয়। সেটি এড়াতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
করোনা সংক্রান্ত যে কোনো তথ্য জানাতে জেলা সিভিল সার্জন কার্যালয়কে ফোকাল পয়েন্ট করা হয়েছে বলেও জানান তিনি।
সংবাদমাধ্যমকে করোনার তথ্য দেবে না কুমেক
কুমিল্লা ব্যুরো
২০ আগস্ট ২০২০, ২২:০২:৫৬ | অনলাইন সংস্করণ
কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল থেকে সংবাদমাধ্যমে আর দেয়া হবে না করোনা সংক্রান্ত তথ্য। করোনাভাইরাসের সংক্রমণ-উপসর্গ নিয়ে মৃত্যুসহ এ সংক্রান্ত তথ্য প্রচার না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে জেলা কোভিড ব্যবস্থাপনা কমিটি।
তথ্য বিভ্রাটসহ নানা অপপ্রচার ঠেকাতেই এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে কুমেক কর্তৃপক্ষ। বৃহস্পতিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
কুমেক হাসপাতালের কোভিড ইউনিটের চিকিৎসক ইশতিয়াক জামান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কুমিল্লা জেলা কোভিড ব্যবস্থাপনা কমিটির নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২০ আগস্ট থেকে কুমিল্লা মেডিকেল কলেজ থেকে আর কোনো খবর কোনো ধরনের মিডিয়ায় দেয়া হবে না। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে কোভিড সংক্রান্ত কোনো খবর জানতে হলে জেলা প্রশাসক অথবা সিভিল সার্জন কার্যালয় থেকে সংগ্রহ করতে হবে।
এ বিষয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমান বলেন, মূলত তথ্য বিভ্রান্তি এড়াতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রায়ই দেখা যায়, আমাদের তথ্য এবং জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মিলে না। কারণ এখানে (কুমেক হাসপাতালে) উপসর্গ নিয়ে মারা যাওয়া অনেকের নমুনা পজিটিভ আসে। সেটি আবার দুদিন পর সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়। ফলে করোনা পজিটিভ এবং উপসর্গে মারা যাওয়া নিয়ে একই ব্যক্তির তথ্য দুই জায়গায় আসে। এ নিয়ে বিভ্রান্তি হয়। সেটি এড়াতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
করোনা সংক্রান্ত যে কোনো তথ্য জানাতে জেলা সিভিল সার্জন কার্যালয়কে ফোকাল পয়েন্ট করা হয়েছে বলেও জানান তিনি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023