‘বিএনপি-জামায়াত কখনও দেশের উন্নয়ন চায়নি’
মানিকগঞ্জ প্রতিনিধি
২২ আগস্ট ২০২০, ১৭:৪০:২৯ | অনলাইন সংস্করণ
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, বিএনপি-জামায়াত গ্রেনেড হামলা করেছে, তারা কখনও দেশের উন্নয়ন চায়নি। ঢাকার কাছের জেলা মানিকগঞ্জ হওয়া সত্ত্বেও তাদের সরকারের আমলে কোনো উন্নয়নমূলক কাজ করেনি। লুটপাট করে দেশের জনগণের আস্থা হারিয়েছে।
শনিবার দুপুরে দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) আয়োজিত রাস্তা প্রশস্তকরণ এবং মেরামত কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি ১০ কোটি টাকা ব্যয়ে মানিকগঞ্জ-বাংলাদেশ হাট-তিল্লী-ছনকা-নাগরপুর ২২ কিলোমিটার রাস্তার প্রশস্তকরণ এবং মেরামত কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক এসএম ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, উপজেলা নির্বাহী নির্বাহী অফিসার ইকবাল হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আযম আপেল, শ্রমবিষয়ক সম্পাদক লিয়াকত আলী মাইজ ভান্ডারী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
‘বিএনপি-জামায়াত কখনও দেশের উন্নয়ন চায়নি’
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, বিএনপি-জামায়াত গ্রেনেড হামলা করেছে, তারা কখনও দেশের উন্নয়ন চায়নি। ঢাকার কাছের জেলা মানিকগঞ্জ হওয়া সত্ত্বেও তাদের সরকারের আমলে কোনো উন্নয়নমূলক কাজ করেনি। লুটপাট করে দেশের জনগণের আস্থা হারিয়েছে।
শনিবার দুপুরে দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) আয়োজিত রাস্তা প্রশস্তকরণ এবং মেরামত কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি ১০ কোটি টাকা ব্যয়ে মানিকগঞ্জ-বাংলাদেশ হাট-তিল্লী-ছনকা-নাগরপুর ২২ কিলোমিটার রাস্তার প্রশস্তকরণ এবং মেরামত কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক এসএম ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, উপজেলা নির্বাহী নির্বাহী অফিসার ইকবাল হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আযম আপেল, শ্রমবিষয়ক সম্পাদক লিয়াকত আলী মাইজ ভান্ডারী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।