কুমিল্লায় অন্ধ কল্যাণ সমিতির বার্ষিক সভা

 কুমিল্লা ব্যুরো 
২২ আগস্ট ২০২০, ০৮:১৬ পিএম  |  অনলাইন সংস্করণ

কুমিল্লায় জাতীয় অন্ধ কল্যাণ সমিতির ২৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে নগরীর বীরচন্দ্র নগর মিলনায়তন আয়োজিত বার্ষিক এ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সমিতির প্রধান পৃষ্ঠপোষক এবং কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার।

বিশেষ অতিথি ছিলেন সংগঠনের জীবন সদস্য ও কুমিল্লা ডায়াবেটিক এসোসিয়েশনের সভাপতি মিসেস মেহেরুন্নেছা বাহার। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাডভোকেট আ হ ম তাইফুর আলম।

সভায় ২৭তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ করেন সহ-সাধারণ সম্পাদক পাপড়ি বসু, সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক ডা. এ কে এম আব্দুস সেলিম। কোষাধ্যক্ষের রিপোর্ট উপস্থাপন করেন শাহজাদা গিয়াসউদ্দিন।

শোক প্রস্তাব পাঠ করেন নির্বাহী সদস্য অ্যাডভোকেট ফাহমিদা জেবিন। এ সময় সংগঠনের কার্যকরী পরিষদের সহ-সভাপতি প্রদীপ কুমার পাল, নির্বাহী সদস্য মির্জা মো. কোরেশী, শাহজাহান সিরাজ, তাহসিন বাহার সুচনা, জেড এম মিজানুর রহমান খানসহ সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন