কুমিল্লায় ঢাকনাবিহীন ড্রেনে পড়ে প্রাণ গেল শিশুর

 কুমিল্লা ব্যুরো 
২৩ আগস্ট ২০২০, ০৮:১৬ এএম  |  অনলাইন সংস্করণ
কুমিল্লায় ঢাকনাবিহীন ড্রেনে পড়ে প্রাণ গেল শিশুর
ছবি: যুগান্তর

কুমিল্লায় ঢাকনাবিহীন ড্রেনে পড়ে রবিন নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার সন্ধ্যায় নগরীর কোটবাড়ি-চাঙ্গিনী এলাকায় এ ঘটনা ঘটে।

রবিন (৮) জেলার চান্দিনা উপজেলার কেশেরা গ্রামের মো. সুমন মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, শিশু রবিন তার মা রোজিনা বেগমের সঙ্গে চাঙ্গিনী হাইস্যার কলোনির মামাবাড়িতে বেড়াতে যায়।

শনিবার সন্ধ্যায় খেলতে গিয়ে ঢাকনাবিহীন ড্রেনে পড়ে রবিনের মৃত্যু হয়।

মা রোজিনা বেগম জানান, রবিন অন্য শিশুদের সঙ্গে সড়কের পাশে খেলতে যায়। এ সময় সে ঢাকনাবিহীন ড্রেনে পড়ে যায়। কিছু সময় পর খুঁজতে গিয়ে দেখে রবিনের মরদেহ ড্রেনের পানিতে ভাসছে।

তার মামা শরিফসহ স্থানীয়রা জানান, সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডে সড়কের পাশে নির্মাণ করা ড্রেনের ওপরে অধিকাংশ জায়গায় এখনও ঢাকনা দেয়া হয়নি। আগেও ঢাকনাবিহীন এই ড্রেনের ওপর দিয়ে হাঁটতে গিয়ে অনেকে পড়ে আহত হয়েছেন।

এ বিষয়ে কোটবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই মহসিন জানান, ড্রেনে পড়ে শিশু মৃত্যুর বিষয়টি শুনেছি। এ ঘটনায় শিশুর স্বজনরা এখনও কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন