দেবিদ্বারে শ্রদ্ধা ভালোবাসায় অধ্যাপক মোজাফফরকে স্মরণ
কুমিল্লার দেবিদ্বারে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) সভাপতি, উপমহাদেশে বাম রাজনীতির অন্যতম পুরোধা ও মুক্তিযুদ্ধকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক মোজাফফর আহমদের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
রোববার তার নিজ গ্রাম দেবিদ্বার উপজেলার এলাহাবাদে নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে সকালে দেবিদ্বারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল মুন্সিসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে মরহুমের কবরে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। পরে তার নিজ হাতে গড়া সংগঠন ন্যাপের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন এবং আলোচনা সভা এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
ন্যাপ নেতা অনিল ঠাকুরের সভাপতিত্বে মমিনুর রহমান বুলবুলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আবুল বাশার ভূঞা, ন্যাপের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আলী ফারুক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক মিতুল দাস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান ভূইয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা নুরুল আমীন, সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম মামুন। উপস্থিত ছিলেন- একেএম গোলাম ফারুক, একেএম জহিরুল ইসলাম, গোলাম মোহাম্মদ সুলতান, আতিকুর বাশার প্রমুখ।
এ সময় বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকেও তাকে স্মরণ ও শ্রদ্ধা জানানো হয়। গত বছরের এই দিনে তিনি রাজধানীর এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
উল্লেখ্য, বাম রাজনীতির কিংবদন্তি মোজাফফর আহমদ ১৯২২ সালের ১৪ এপ্রিল কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। নিজেকে তিনি সব সময় ‘কুঁড়েঘরের মোজাফফর’ বলে পরিচয় দিতে পছন্দ করতেন। মোজাফফর আহমদের রাজনৈতিক জীবনের শুরু ১৯৩৭ সালে। তিনি ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। রাজনীতির পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজসহ বিভিন্ন কলেজে শিক্ষকতা করেছেন।
১৯৫৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপনা ছেড়ে সম্পূর্ণভাবে রাজনীতিতে যুক্ত হন। মুক্তিযুদ্ধে অবদানস্বরূপ সরকার ২০১৫ সালে তাকে স্বাধীনতা পদকের জন্য মনোনীত করলেও তিনি সবিনয়ে তা ফিরিয়ে দেন। তার স্ত্রী মহিলা আসনের সাবেক এমপি আমিনা আহমদ বর্তমানে ন্যাপের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বাংলাদেশ নারী সমিতিতে সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
দেবিদ্বারে শ্রদ্ধা ভালোবাসায় অধ্যাপক মোজাফফরকে স্মরণ
কুমিল্লা ব্যুরো
২৩ আগস্ট ২০২০, ১৯:০৫:০৪ | অনলাইন সংস্করণ
কুমিল্লার দেবিদ্বারে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) সভাপতি, উপমহাদেশে বাম রাজনীতির অন্যতম পুরোধা ও মুক্তিযুদ্ধকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক মোজাফফর আহমদের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
রোববার তার নিজ গ্রাম দেবিদ্বার উপজেলার এলাহাবাদে নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে সকালে দেবিদ্বারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল মুন্সিসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে মরহুমের কবরে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। পরে তার নিজ হাতে গড়া সংগঠন ন্যাপের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন এবং আলোচনা সভা এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
ন্যাপ নেতা অনিল ঠাকুরের সভাপতিত্বে মমিনুর রহমান বুলবুলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আবুল বাশার ভূঞা, ন্যাপের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আলী ফারুক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক মিতুল দাস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান ভূইয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা নুরুল আমীন, সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম মামুন। উপস্থিত ছিলেন- একেএম গোলাম ফারুক, একেএম জহিরুল ইসলাম, গোলাম মোহাম্মদ সুলতান, আতিকুর বাশার প্রমুখ।
এ সময় বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকেও তাকে স্মরণ ও শ্রদ্ধা জানানো হয়। গত বছরের এই দিনে তিনি রাজধানীর এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
উল্লেখ্য, বাম রাজনীতির কিংবদন্তি মোজাফফর আহমদ ১৯২২ সালের ১৪ এপ্রিল কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। নিজেকে তিনি সব সময় ‘কুঁড়েঘরের মোজাফফর’ বলে পরিচয় দিতে পছন্দ করতেন। মোজাফফর আহমদের রাজনৈতিক জীবনের শুরু ১৯৩৭ সালে। তিনি ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। রাজনীতির পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজসহ বিভিন্ন কলেজে শিক্ষকতা করেছেন।
১৯৫৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপনা ছেড়ে সম্পূর্ণভাবে রাজনীতিতে যুক্ত হন। মুক্তিযুদ্ধে অবদানস্বরূপ সরকার ২০১৫ সালে তাকে স্বাধীনতা পদকের জন্য মনোনীত করলেও তিনি সবিনয়ে তা ফিরিয়ে দেন। তার স্ত্রী মহিলা আসনের সাবেক এমপি আমিনা আহমদ বর্তমানে ন্যাপের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বাংলাদেশ নারী সমিতিতে সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023