কুমিল্লায় নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান

 কুমিল্লা ব্যুরো 
২৪ আগস্ট ২০২০, ১০:৪২ পিএম  |  অনলাইন সংস্করণ

কুমিল্লায় নকল প্রসাধনী তৈরিকারক একটি অবৈধ কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে নগরীর পুরাতন চৌধুরীপাড়া সর্দারবাড়িতে অবৈধ এ কারখানায় অভিযান চালায় জেলা প্রশাসন এবং ভোক্তা অধিদফতর কর্তৃপক্ষ।

এ সময় কসমেটিকস, পারফিউম, বিভিন্ন প্রকার তেলসহ ২৫টি পণ্য উৎপাদন ও বিপণনের অভিযোগে ওই কারখানা বন্ধ করে দেয়া হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ ও ভোক্তা অধিদফতর কুমিল্লার সহকারী পরিচালক আসাদুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এতে ওই প্রতিষ্ঠান সিলগালা ও মালিককে ২টি ধারায় ৬ মাসের কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন