কুমিল্লায় নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান
কুমিল্লা ব্যুরো
২৪ আগস্ট ২০২০, ১০:৪২ পিএম | অনলাইন সংস্করণ
কুমিল্লায় নকল প্রসাধনী তৈরিকারক একটি অবৈধ কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে নগরীর পুরাতন চৌধুরীপাড়া সর্দারবাড়িতে অবৈধ এ কারখানায় অভিযান চালায় জেলা প্রশাসন এবং ভোক্তা অধিদফতর কর্তৃপক্ষ।
এ সময় কসমেটিকস, পারফিউম, বিভিন্ন প্রকার তেলসহ ২৫টি পণ্য উৎপাদন ও বিপণনের অভিযোগে ওই কারখানা বন্ধ করে দেয়া হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ ও ভোক্তা অধিদফতর কুমিল্লার সহকারী পরিচালক আসাদুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এতে ওই প্রতিষ্ঠান সিলগালা ও মালিককে ২টি ধারায় ৬ মাসের কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
কুমিল্লায় নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান
কুমিল্লা ব্যুরো
২৪ আগস্ট ২০২০, ২২:৪২:১০ | অনলাইন সংস্করণ
কুমিল্লায় নকল প্রসাধনী তৈরিকারক একটি অবৈধ কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে নগরীর পুরাতন চৌধুরীপাড়া সর্দারবাড়িতে অবৈধ এ কারখানায় অভিযান চালায় জেলা প্রশাসন এবং ভোক্তা অধিদফতর কর্তৃপক্ষ।
এ সময় কসমেটিকস, পারফিউম, বিভিন্ন প্রকার তেলসহ ২৫টি পণ্য উৎপাদন ও বিপণনের অভিযোগে ওই কারখানা বন্ধ করে দেয়া হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ ও ভোক্তা অধিদফতর কুমিল্লার সহকারী পরিচালক আসাদুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এতে ওই প্রতিষ্ঠান সিলগালা ও মালিককে ২টি ধারায় ৬ মাসের কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023