বিষধর সাপের কামড়ের পর ঝাড়-ফুঁক, গৃহবধূর মৃত্যু
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
২৫ আগস্ট ২০২০, ২২:২৮:৫১ | অনলাইন সংস্করণ
মুন্সীগঞ্জের শ্রীনগরে বিষধর সাপে কামড় দেয় আঁখি বেগমকে (৩৮)। পরে তাকে ওঁঝার কাছে নিয়ে ঝাড়-ফুঁক দেয়া হয়। এতে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে।
সোমবার রাতে উপজেলার বীরতারা ইউনিয়নের নিমতলা গ্রামে এ ঘটনা ঘটে। আঁখি বেগম ওই গ্রামের মনির হোসেনের স্ত্রী। সে ৪ সন্তানের জননী।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে রান্নার জন্য পাশের ঘরে লাকড়ি আনতে যায় আঁখি বেগম। এ সময় লাকড়ির স্তূপে লুকিয়ে থাকা বিষধর সাপ তার হাতে কামড় দিলে স্থানীয় এক ওঁঝার কাছে নিয়ে যাওয়া হয়। ওঁঝা ঝাড়-ফুঁক দিয়ে গৃহবধূর হাতের বাঁধ ছেড়ে দেয়। তার কিছুক্ষণ পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন তাকে ঢাকায় নিয়ে যান।
মনির হোসেনের ভাতিজা মো. জাকির হোসেন লস্কর বলেন, গুরুতর অবস্থায় তাকে মিটফোর্ড সলিমুল্লাহ মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার চাচিকে মৃত ঘোষণা করেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বিষধর সাপের কামড়ের পর ঝাড়-ফুঁক, গৃহবধূর মৃত্যু
মুন্সীগঞ্জের শ্রীনগরে বিষধর সাপে কামড় দেয় আঁখি বেগমকে (৩৮)। পরে তাকে ওঁঝার কাছে নিয়ে ঝাড়-ফুঁক দেয়া হয়। এতে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে।
সোমবার রাতে উপজেলার বীরতারা ইউনিয়নের নিমতলা গ্রামে এ ঘটনা ঘটে। আঁখি বেগম ওই গ্রামের মনির হোসেনের স্ত্রী। সে ৪ সন্তানের জননী।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে রান্নার জন্য পাশের ঘরে লাকড়ি আনতে যায় আঁখি বেগম। এ সময় লাকড়ির স্তূপে লুকিয়ে থাকা বিষধর সাপ তার হাতে কামড় দিলে স্থানীয় এক ওঁঝার কাছে নিয়ে যাওয়া হয়। ওঁঝা ঝাড়-ফুঁক দিয়ে গৃহবধূর হাতের বাঁধ ছেড়ে দেয়। তার কিছুক্ষণ পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন তাকে ঢাকায় নিয়ে যান।
মনির হোসেনের ভাতিজা মো. জাকির হোসেন লস্কর বলেন, গুরুতর অবস্থায় তাকে মিটফোর্ড সলিমুল্লাহ মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার চাচিকে মৃত ঘোষণা করেন।