মোটরসাইকেলে প্রাণ গেল এক ভাইয়ের, অপর দুই ভাই আহত
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
২৫ আগস্ট ২০২০, ২২:৩৫:৫৫ | অনলাইন সংস্করণ
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে যাত্রীবাহী একটি বাস ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে এক ভাই নিহত ও দুই ভাই আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের কেয়টখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মো. আবুল হোসেন (৫২), শাহ আলম (৫৫) ও সোহরাব হোসেন (৬০) আপন তিনভাই একটি মোটরসাইকেলে করে মাওয়ার দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা রাস্তায় ছিটকে পড়েন।
এ সময় ঘটনাস্থলেই ছোটভাই আবুল হোসেনের মৃত্যু হয়। বড় ভাই শাহ আলম ও মেজো ভাই সোহরাব হোসেন গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ ব্যাপারে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, শীরয়তপুর এলাকার দাঁতপুর ভাষাণচর গ্রামের মৃত ইউসুফ চৌকিদারের তিন ছেলে ঢাকা থেকে মাওয়ার দিকে যাচ্ছিলেন। এ দুর্ঘটনায় একজন নিহত ও দুইজন আহত হন। আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মোটরসাইকেলে প্রাণ গেল এক ভাইয়ের, অপর দুই ভাই আহত
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে যাত্রীবাহী একটি বাস ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে এক ভাই নিহত ও দুই ভাই আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের কেয়টখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মো. আবুল হোসেন (৫২), শাহ আলম (৫৫) ও সোহরাব হোসেন (৬০) আপন তিনভাই একটি মোটরসাইকেলে করে মাওয়ার দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা রাস্তায় ছিটকে পড়েন।
এ সময় ঘটনাস্থলেই ছোটভাই আবুল হোসেনের মৃত্যু হয়। বড় ভাই শাহ আলম ও মেজো ভাই সোহরাব হোসেন গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ ব্যাপারে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, শীরয়তপুর এলাকার দাঁতপুর ভাষাণচর গ্রামের মৃত ইউসুফ চৌকিদারের তিন ছেলে ঢাকা থেকে মাওয়ার দিকে যাচ্ছিলেন। এ দুর্ঘটনায় একজন নিহত ও দুইজন আহত হন। আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।