কুমিল্লায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

 কুমিল্লা ব্যুরো  
২৯ আগস্ট ২০২০, ১০:০৩ পিএম  |  অনলাইন সংস্করণ

কুমিল্লার মনোহরগঞ্জে পুকুরের পানিতে ডুবে মো. জিয়াদ হোসেন (৯) ও মো. সায়েদ (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই।

শনিবার দুপুরে উপজেলার ঝলম উত্তর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বেপারী বাড়িতে এই ঘটনা ঘটে। শিশু জিয়াদ ওই বাড়ির খোকনের ছেলে এবং সায়েদ একই বাড়ির মাহবুব আলমের ছেলে।

পরিবার জানায়, এদিন দুপুরে পানির বোতল নিয়ে পুকুর পাড়ে খেলতে যায় ওই দুই শিশু। শিশুদের একজনের মা তাদের পাহারা দিচ্ছিল। এক পর্যায়ে তারা খেলছে দেখে তিনি অন্য একটি কাজে বাড়ির ভেতরে যান। একটু পরে এসে দেখেন তারা পুকুর পাড়ে নেই। তখন আশপাশ খোঁজ করার পর পুকুরের পানির নিচ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় মেম্বার সাইফুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছাড়া নেমে এসেছে।
 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন