কুমিল্লায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের মানববন্ধন

 কুমিল্লা ব্যুরো  
৩০ আগস্ট ২০২০, ০৯:০২ পিএম  |  অনলাইন সংস্করণ

চট্টগ্রামের বাশঁখালীতে এমপি মোস্তাফিজুর রহমানের নির্দেশে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মুক্তিযোদ্ধাদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে কুমিল্লা মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। রোববার দুপুরে নগরীর টাউন হল গেটে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

সংগঠনের আহ্বায়ক ও উদীয়মান রাজনীতিক এবং মানবিক নারী নেত্রী তাহ্সীন বাহার সূচনার নেতৃত্বে মানববন্ধনে মহানগর এলাকার সর্বস্তরের মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মরা অংশ গ্রহণ করেন।

এ সময় বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সফিউল আহমেদ বাবুল, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কুমিল্লা মহানগরের আহ্বায়ক তাহসীন বাহার সূচনা, সদস্য সচিব মো. আনোয়ার হোসাইন, কুমিল্লা মহানগর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও মরহুম আশরাফুল হক বীর প্রতীকের ছেলে নাইমুল হক হিমেল, ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কাজী সায়েম, সুমন কবির, হাসান, সাইফুল ইসলাম প্রমুখ।

বক্তারা সমাবেশে হামলার নির্দেশদাতা সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের সংসদ সদস্য পদ বাতিল, জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবী করেন। এ সময় বক্তারা দেশের সব মুক্তিযোদ্ধাদের নিরাপত্তা প্রদানের দাবি জানান।

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কুমিল্লা মহানগরের আহ্বায়ক তাহ্সীন বাহার সূচনা বলেন, আমরা যে স্বাধীন বাংলাদেশের নাগরিকত্বের পরিচয় বহন করি তা এই সর্বকালের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের অবদান। আমি একজন বাঙালি হিসেবে আজ এই মানববন্ধন থেকে মুক্তিযোদ্ধা, সন্তান ও সাংবাদিকদের উপর যে হামলা হয়েছে তার প্রতিবাদ জানাচ্ছি এবং বীর মুক্তিযোদ্ধা ডা. আশরাফ আলীর রাষ্ট্রীয় সম্মান প্রদানে প্রভাব খাটিয়ে বাধা দেয়ার নিদের্শদাতা সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ও এ ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনার জন্য জোড় দাবী জানাচ্ছি। যতদিন পর্যন্ত এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেয়া হবে, আমরা মানববন্ধনসহ শান্তিপূর্ন আন্দোলন চালিয়ে যাবো। আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর তনয়া এ ঘটনায় জড়িতদের সঠিকভাবে বিচারের ব্যবস্থা করবেন।

উল্লেখ্য, গত ২৪ আগস্ট চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মুক্তিযোদ্ধাদের ওপর হামলা চালানো হয়। এ সময়  মুক্তিযোদ্ধাদের লাঠিপেটা করে আহত করা হয়।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন