থানায় পরিদর্শককে ছুরিকাঘাত করা সেই যুবক কারাগারে
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২০, ২০:৫৭:৩৭ | অনলাইন সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ঢুকে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত মোবাশ্বেরের (৩০) বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে। থানার এসআই মুজিবুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ মামলায় মোবাশ্বেরকে গ্রেফতার দেখিয়ে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মোবাশ্বের জেলা শহরের পুনিয়াউট এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা চত্বরে প্রবেশ করে ছুরি হাতে পায়চারী করছিলেন মোবাশ্বের। এ সময় পুলিশ সদস্যরা তার কাছে থানায় আসার কারণ জানতে চাইলে ছুরি দিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা করেন মোবাশ্বের। এক পর্যায়ে পুলিশ সদস্যদের ধাওয়া দিয়ে থানা চত্বরের সামনের সড়কে নিয়ে যান মোবাশ্বের। এ সময় পুলিশ সদস্যরা তাকে ধরতে গেলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহজাহান ও কনস্টেবল সাধন গুরুতর আহত হন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এসআই শরিফুল ইসলাম জানান, মোবাশ্বের কেন পুলিশ সদস্যদের ওপর হামলা করেছে সেটি এখনও স্পষ্ট করে জানা যায়নি। তিনি মানসিকভাবে বিকারগ্রস্ত কিনা সেটি জানতে আদালতের অনুমতিসাপেক্ষে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহজাহান বলেন, ছুরি নিয়ে মোবাশ্বের পুলিশ সদস্যদের হামলা করার চেষ্টা করে আসছিল। তাকে আটক করার সময় আমি হাতের দুই আঙুলে মারাত্মক আঘাত পেয়েছি।
তিনি আরও বলেন, মোবাশ্বের মানসিকভাবে বিকারগ্রস্ত কিনা, তা জানতে একটি মেডিকেল টিম গঠন করার জন্য আদালত বরাবর আবেদন করা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
থানায় পরিদর্শককে ছুরিকাঘাত করা সেই যুবক কারাগারে
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ঢুকে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত মোবাশ্বেরের (৩০) বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে। থানার এসআই মুজিবুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ মামলায় মোবাশ্বেরকে গ্রেফতার দেখিয়ে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মোবাশ্বের জেলা শহরের পুনিয়াউট এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা চত্বরে প্রবেশ করে ছুরি হাতে পায়চারী করছিলেন মোবাশ্বের। এ সময় পুলিশ সদস্যরা তার কাছে থানায় আসার কারণ জানতে চাইলে ছুরি দিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা করেন মোবাশ্বের। এক পর্যায়ে পুলিশ সদস্যদের ধাওয়া দিয়ে থানা চত্বরের সামনের সড়কে নিয়ে যান মোবাশ্বের। এ সময় পুলিশ সদস্যরা তাকে ধরতে গেলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহজাহান ও কনস্টেবল সাধন গুরুতর আহত হন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এসআই শরিফুল ইসলাম জানান, মোবাশ্বের কেন পুলিশ সদস্যদের ওপর হামলা করেছে সেটি এখনও স্পষ্ট করে জানা যায়নি। তিনি মানসিকভাবে বিকারগ্রস্ত কিনা সেটি জানতে আদালতের অনুমতিসাপেক্ষে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহজাহান বলেন, ছুরি নিয়ে মোবাশ্বের পুলিশ সদস্যদের হামলা করার চেষ্টা করে আসছিল। তাকে আটক করার সময় আমি হাতের দুই আঙুলে মারাত্মক আঘাত পেয়েছি।
তিনি আরও বলেন, মোবাশ্বের মানসিকভাবে বিকারগ্রস্ত কিনা, তা জানতে একটি মেডিকেল টিম গঠন করার জন্য আদালত বরাবর আবেদন করা হয়েছে।