মাদারীপুরে রোহিঙ্গা যুবক আটক, ভুয়া আইডি কার্ড জব্দ
টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২০, ১৯:৪১:২৪ | অনলাইন সংস্করণ
মাদারীপুরে মাছুম আহম্মদ নামে ৩০ বছর বয়সী এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর সদর হাসপাতাল থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। তার বাবার নাম জয়নাল আবেদীন।
এ সময় মাছুমের কাছে ভুয়া একটি ন্যাশনাল আইডি কার্ড জব্দ করা হয়েছে। এতে ঠিকানা দেয়া আছে সিলেট জেলার কানাইঘাট আগফৌদ নারাইনপুর।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোহাম্মদ আব্দুল হান্নান জানান, সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসে মাছুম নামে ওই ব্যক্তি। হাসপাতাল কর্তৃপক্ষ তার কথাবার্তা শুনে সন্দেহ মনে করলে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে জিজ্ঞাসাবাদ শেষে মাছুমকে থানায় নিয়ে আসে।
তিনি জানান, মাছুম মিয়ানমার থেকে অনেক বছর আগে বাংলাদেশে অনুপ্রবেশ করে। পরে সিলেট জেলার এক দালালের মাধ্যমে তৈরি করে ভুয়া ন্যাশনাল আইডি কার্ড। আইনি প্রক্রিয়া শেষে থানা পুলিশের মাধ্যমে মাছুমকে রোহিঙ্গা ক্যাম্পে স্থানান্তর করা হবে বলেও জানান তিনি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মাদারীপুরে রোহিঙ্গা যুবক আটক, ভুয়া আইডি কার্ড জব্দ
মাদারীপুরে মাছুম আহম্মদ নামে ৩০ বছর বয়সী এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর সদর হাসপাতাল থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। তার বাবার নাম জয়নাল আবেদীন।
এ সময় মাছুমের কাছে ভুয়া একটি ন্যাশনাল আইডি কার্ড জব্দ করা হয়েছে। এতে ঠিকানা দেয়া আছে সিলেট জেলার কানাইঘাট আগফৌদ নারাইনপুর।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোহাম্মদ আব্দুল হান্নান জানান, সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসে মাছুম নামে ওই ব্যক্তি। হাসপাতাল কর্তৃপক্ষ তার কথাবার্তা শুনে সন্দেহ মনে করলে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে জিজ্ঞাসাবাদ শেষে মাছুমকে থানায় নিয়ে আসে।
তিনি জানান, মাছুম মিয়ানমার থেকে অনেক বছর আগে বাংলাদেশে অনুপ্রবেশ করে। পরে সিলেট জেলার এক দালালের মাধ্যমে তৈরি করে ভুয়া ন্যাশনাল আইডি কার্ড। আইনি প্রক্রিয়া শেষে থানা পুলিশের মাধ্যমে মাছুমকে রোহিঙ্গা ক্যাম্পে স্থানান্তর করা হবে বলেও জানান তিনি।