প্রধানমন্ত্রীর সহযোগিতায় মুরাদনগরকে উন্নয়নের মহাসড়কে যুক্ত করেছি: ইউসুফ হারুন

 কুমিল্লা ব্যুরো 
০৬ সেপ্টেম্বর ২০২০, ১২:৩৮ এএম  |  অনলাইন সংস্করণ

কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সহযোগিতায় আমি মুরাদনগরকে উন্নয়নের মহাসড়কের যুক্ত করেছি। উপজেলাবাসীকে শতভাগ বিদ্যুৎ, নবীপুর-শ্রীকাইল-রামচন্দ্রপুর সড়ক, মুরাদনগর-হোমনা সড়ক, কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের উন্নয়ন, মুক্তিযোদ্ধা ভবন, কারিগরি কলেজ নির্মাণসহ নানা উন্নয়ন উপহার দিয়েছি। সন্ত্রাস এবং চাঁদাবাজমুক্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করেছি। সামনের দিনগুলোতে এ উপজেলার আরো ব্যাপক উন্নয়ন হবে।

শনিবার বিকালে উপজেলার রামচন্দ্রপুর বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি ইউসুফ হারুন এসব কথা বলেন। এ সময় রামচন্দ্রপুর উত্তর এবং দক্ষিণ ইউনিয়নের বেশ কিছু উন্নয়ন প্রকল্পের সমাপ্তি এবং নতুন প্রকল্পের পরিকল্পনার কাগজপত্র স্থানীয় নেতাদের হাতে তুলে দেয়া হয়।

এতে এলাকার ব্যবসায়ীসহ সর্বস্তরের জনসাধারণের মাঝে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। এ সময় সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ ব্যবসায়ীকে নির্মাণ সামগ্রী এবং চেক প্রদান করা হয়। আওয়ামী লীগ নেতা আবুল হাসেমের সভাপতিত্বে নাজমুল হক নাজিম এবং জসিম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমীন, মুক্তিযোদ্ধা হানিফ সরকার, জেলা আওয়ামী লীগ নেতা গোলাম ফারুক রানা, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন আল রশীদ, উপজেলা চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ, ভাইস চেয়ারম্যান অ্যাড. আবুল কালাম আজাদ তমাল, সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন, কাজী আবুল খায়ের, জাকির হোসেন, নজরুল ইসলাম, রুহুল আমীন প্রমুখ।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন