বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৭
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২০, ১৫:৪০:৩৭ | অনলাইন সংস্করণ
সিলেটের ওসমানীগরে হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সাতজন আহত হয়েছেন।
রোববার সকাল পৌনে ৮ উপজেলার সিলেট-ঢাকা মহসড়কের খাশিকাপন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
আহতরা হলেন- হাফিন বাসের যাত্রী সিলেটের লালবাজারের সুমন আহমদ(২৬), ডেমরার রাজবাড়ী এলাকার বাসিন্দা হানিফ, বাসচালক হাবিবুর রহমান শিমুল (৩০), একই এলাকার বাসের সহকারী ফরগান হাওলাদার (৫০), রাজবাড়ী এলাকার ফিট মণ্ডল (২০), যশোর সদর এলকার মুমেনা আক্তার (৩০), নির্বাহী প্রকৌশলী শেখ তহিদুল ইসলাম (৩৯) ও ফরিদপুর সদর এলাকার তরিকুল ইসলাম নাসির (৪৫)। আহতদের মধ্যে বাসচালক শিমুলের অবস্থা আশঙ্কাজনক তার দুটি পা কেটে ফেলা হয়েছে বলে তাজপুর ফায়ার ব্রিগেড সূত্রে জানা গেছে।
ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক বলেন, সকাল পৌনে ৮টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী যাত্রীবাহী হানিফ পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-২৯৫৮) বাস উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের খাশিকাপন নামক স্থানে নিয়ন্ত্রণ হারায়।
এ সময় বাসটি একটি প্রাইভেটকারকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে খাদে ছিটকে পড়ে। এতে অপরদিকে ঢাকাগামী (ঢাকা মেট্রো-গ-৩২-১২৮৪) প্রাইভেটকারটিও রাস্তার পাশে ছিটকে পড়ে।
দুর্ঘটনায় বাসের সাত যাত্রী গুরুতর আহত হন এবং প্রাইভেটকারের পেছনের দিকটা ভেঙে যায়। তবে প্রাভেটকারচালকের কিছু হয়নি।
আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৭
সিলেটের ওসমানীগরে হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সাতজন আহত হয়েছেন।
রোববার সকাল পৌনে ৮ উপজেলার সিলেট-ঢাকা মহসড়কের খাশিকাপন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
আহতরা হলেন- হাফিন বাসের যাত্রী সিলেটের লালবাজারের সুমন আহমদ(২৬), ডেমরার রাজবাড়ী এলাকার বাসিন্দা হানিফ, বাসচালক হাবিবুর রহমান শিমুল (৩০), একই এলাকার বাসের সহকারী ফরগান হাওলাদার (৫০), রাজবাড়ী এলাকার ফিট মণ্ডল (২০), যশোর সদর এলকার মুমেনা আক্তার (৩০), নির্বাহী প্রকৌশলী শেখ তহিদুল ইসলাম (৩৯) ও ফরিদপুর সদর এলাকার তরিকুল ইসলাম নাসির (৪৫)। আহতদের মধ্যে বাসচালক শিমুলের অবস্থা আশঙ্কাজনক তার দুটি পা কেটে ফেলা হয়েছে বলে তাজপুর ফায়ার ব্রিগেড সূত্রে জানা গেছে।
ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক বলেন, সকাল পৌনে ৮টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী যাত্রীবাহী হানিফ পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-২৯৫৮) বাস উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের খাশিকাপন নামক স্থানে নিয়ন্ত্রণ হারায়।
এ সময় বাসটি একটি প্রাইভেটকারকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে খাদে ছিটকে পড়ে। এতে অপরদিকে ঢাকাগামী (ঢাকা মেট্রো-গ-৩২-১২৮৪) প্রাইভেটকারটিও রাস্তার পাশে ছিটকে পড়ে।
দুর্ঘটনায় বাসের সাত যাত্রী গুরুতর আহত হন এবং প্রাইভেটকারের পেছনের দিকটা ভেঙে যায়। তবে প্রাভেটকারচালকের কিছু হয়নি।
আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।