বজ্রপাতে আওয়ামী লীগ নেতার মৃত্যু
পাবনা সদর উপজেলার আতাইকুলায় আশরাফুল ইসলাম আশরাফ (৪০) নামের এক স্থানীয় আওয়ামী লীগ নেতা বজ্রপাতে মারা গেছেন। বৃহস্পতিবার সকালে আতাইকুলা ইউনিয়নের কুঁচিয়ামোড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আশরাফ পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের দক্ষিণ কুঁচিয়ামোড়া গ্রামের এনায়েত প্রামাণিকের ছেলে। তিনি আতাইকুলা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে ১০টার দিকে আশরাফুল ইসলাম আশরাফ বাড়িসংলগ্ন একটি বিলের পাশে নিজের জমিতে কাজ করছিলেন। এ সময় বৃষ্টি শুরু হয় এবং বজ্রপাত ঘটে। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করেন।
আশরাফুল ইসলাম আশরাফ ১ ছেলের জনক ছিলেন। তার মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল আলম।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বজ্রপাতে আওয়ামী লীগ নেতার মৃত্যু
পাবনা সদর উপজেলার আতাইকুলায় আশরাফুল ইসলাম আশরাফ (৪০) নামের এক স্থানীয় আওয়ামী লীগ নেতা বজ্রপাতে মারা গেছেন। বৃহস্পতিবার সকালে আতাইকুলা ইউনিয়নের কুঁচিয়ামোড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আশরাফ পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের দক্ষিণ কুঁচিয়ামোড়া গ্রামের এনায়েত প্রামাণিকের ছেলে। তিনি আতাইকুলা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে ১০টার দিকে আশরাফুল ইসলাম আশরাফ বাড়িসংলগ্ন একটি বিলের পাশে নিজের জমিতে কাজ করছিলেন। এ সময় বৃষ্টি শুরু হয় এবং বজ্রপাত ঘটে। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করেন।
আশরাফুল ইসলাম আশরাফ ১ ছেলের জনক ছিলেন। তার মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল আলম।