কুমিল্লায় ইয়াবাসহ ২ যুবক গ্রেফতার
কুমিল্লায় চার হাজার ৮৮০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ছয় হাজার ৩৫০ টাকাসহ দুই যুবককে গ্রেফতার করেছে র্যাব।
রোববার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার সদর দক্ষিণ উপজেলার লালবাগ এলাকায় তল্লাশি চালিয়ে এসব ইয়াবাসহ তাদের গ্রেফতার করে কুমিল্লার র্যাব-১১ সিপিসি ২-এর একটি টহল দল।
গ্রেফতার মো. রবিউল ইসলাম রবি (৪০) চাঁদপুরের কচুয়া উপজেলার চাঁনপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে ও মো. সাঈদ হোসেন (২৬) একই উপজেলার উজান সিনিয়া গ্রামের আবদুল মান্নানের ছেলে।
র্যাব-১১ সিপিসি ২-এর কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, চট্টগ্রাম থেকে একটি পিকআপভ্যানে বিপুল পরিমাণ ইয়াবা ঢাকার দিকে যাচ্ছে এমন গোপন সংবাদ পাওয়া যায়।
এর ভিত্তিতে মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার লালবাগ এলাকায় অভিযান চালান র্যাব সদস্যরা। এ সময় ৪ হাজার ৮৮০ পিস ইয়াবাসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কুমিল্লায় ইয়াবাসহ ২ যুবক গ্রেফতার
কুমিল্লায় চার হাজার ৮৮০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ছয় হাজার ৩৫০ টাকাসহ দুই যুবককে গ্রেফতার করেছে র্যাব।
রোববার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার সদর দক্ষিণ উপজেলার লালবাগ এলাকায় তল্লাশি চালিয়ে এসব ইয়াবাসহ তাদের গ্রেফতার করে কুমিল্লার র্যাব-১১ সিপিসি ২-এর একটি টহল দল।
গ্রেফতার মো. রবিউল ইসলাম রবি (৪০) চাঁদপুরের কচুয়া উপজেলার চাঁনপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে ও মো. সাঈদ হোসেন (২৬) একই উপজেলার উজান সিনিয়া গ্রামের আবদুল মান্নানের ছেলে।
র্যাব-১১ সিপিসি ২-এর কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, চট্টগ্রাম থেকে একটি পিকআপভ্যানে বিপুল পরিমাণ ইয়াবা ঢাকার দিকে যাচ্ছে এমন গোপন সংবাদ পাওয়া যায়।
এর ভিত্তিতে মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার লালবাগ এলাকায় অভিযান চালান র্যাব সদস্যরা। এ সময় ৪ হাজার ৮৮০ পিস ইয়াবাসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।