করোনাকালে কুমিল্লায় রাজস্ব প্রবৃদ্ধিতে ‘ম্যাজিক’
যুগান্তর রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২০, ২২:০০:২১ | অনলাইন সংস্করণ
করোনাকালে বৈশ্বিক অর্থনীতি আক্রান্ত মন্দায়। বিশ্বব্যাপী সরকারি-বেসরকারি রাজস্ব খাত রয়েছে নাজুক অবস্থায়। জাতীয় রাজস্ব বোর্ডের সামগ্রিক প্রবৃদ্ধি গত আগস্টের তুলনায় ২১% কম।
ব্যতিক্রম কেবল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কুমিল্লা। ২০১৯ সালের জুলাইয়ের তুলনায় এ বছর জুলাই পর্যন্ত রাজস্ব আদায়ে এ কমিশনারেটে ১৬% প্রবৃদ্ধি হয়েছে। আগস্ট মাসে গত বছরের চেয়ে প্রবৃদ্ধি প্রায় ৮৬%। চূড়ান্ত হিসেবে আদায়কৃত রাজস্বের পরিমাণ আরো বৃদ্ধি পেতে পারে বলে কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী জানিয়েছেন।
সূত্র জানায়, ২০২০-২১ অর্থবছরের কুমিল্লা কমিশনারেটের রাজস্ব লক্ষ্যমাত্রা ৪০২১ কোটি টাকা। জুলাই, ২০১৯ মাসে আদায় ১৭১ কোটি টাকা। অন্যদিকে জুলাই, ২০২০ মাসে আদায় হয়েছে ১৯৮ কোটি টাকা। একই সময়ে ২৭ কোটি টাকা বেশি রাজস্ব অর্জিত হয়।
গত আগস্ট, ২০১৯ মাসে রাজস্ব আদায় হয় ৫৬ কোটি টাকা। চলতি আগস্ট ২০২০ মাসে রাজস্ব আদায় হয়েছে ১৬০ কোটি টাকা। গত বছরের তুলনায় বেশী আদায় হয়েছে ১০৪ কোটি টাকা অর্থাৎ এক্ষেত্রে প্রবৃদ্ধি ১৮৬%। জাতীয় রাজস্ব বোর্ডের অধীন শুল্ক, আয়কর ও ভ্যাট অফিস গুলোর মধ্যে কুমিল্লা কমিশনারেট রাজস্ব প্রবৃদ্ধিতে শীর্ষ স্থানে রয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
করোনাকালে কুমিল্লায় রাজস্ব প্রবৃদ্ধিতে ‘ম্যাজিক’
করোনাকালে বৈশ্বিক অর্থনীতি আক্রান্ত মন্দায়। বিশ্বব্যাপী সরকারি-বেসরকারি রাজস্ব খাত রয়েছে নাজুক অবস্থায়। জাতীয় রাজস্ব বোর্ডের সামগ্রিক প্রবৃদ্ধি গত আগস্টের তুলনায় ২১% কম।
ব্যতিক্রম কেবল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কুমিল্লা। ২০১৯ সালের জুলাইয়ের তুলনায় এ বছর জুলাই পর্যন্ত রাজস্ব আদায়ে এ কমিশনারেটে ১৬% প্রবৃদ্ধি হয়েছে। আগস্ট মাসে গত বছরের চেয়ে প্রবৃদ্ধি প্রায় ৮৬%। চূড়ান্ত হিসেবে আদায়কৃত রাজস্বের পরিমাণ আরো বৃদ্ধি পেতে পারে বলে কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী জানিয়েছেন।
সূত্র জানায়, ২০২০-২১ অর্থবছরের কুমিল্লা কমিশনারেটের রাজস্ব লক্ষ্যমাত্রা ৪০২১ কোটি টাকা। জুলাই, ২০১৯ মাসে আদায় ১৭১ কোটি টাকা। অন্যদিকে জুলাই, ২০২০ মাসে আদায় হয়েছে ১৯৮ কোটি টাকা। একই সময়ে ২৭ কোটি টাকা বেশি রাজস্ব অর্জিত হয়।
গত আগস্ট, ২০১৯ মাসে রাজস্ব আদায় হয় ৫৬ কোটি টাকা। চলতি আগস্ট ২০২০ মাসে রাজস্ব আদায় হয়েছে ১৬০ কোটি টাকা। গত বছরের তুলনায় বেশী আদায় হয়েছে ১০৪ কোটি টাকা অর্থাৎ এক্ষেত্রে প্রবৃদ্ধি ১৮৬%। জাতীয় রাজস্ব বোর্ডের অধীন শুল্ক, আয়কর ও ভ্যাট অফিস গুলোর মধ্যে কুমিল্লা কমিশনারেট রাজস্ব প্রবৃদ্ধিতে শীর্ষ স্থানে রয়েছে।