বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল যুবকের
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২০, ২০:৩৭:১১ | অনলাইন সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়ায় ৬ বন্ধু ঘুরতে বেরিয়ে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে মাহী খান (২৫) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের গজারিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহী সিলেট শহরের আম্বরখানা এলাকার এনায়েতুল্লা খানের ছেলে। তিনি সিলেট মদন মোহন কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানান, কক্সবাজার থেকে ঘুরে ৬ বন্ধু ৩টি মোটরসাইকেলে করে সিলেটে যাচ্ছিলেন। পথিমধ্যে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার গজারিয়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে মোটরসাইকেলচালক মাহী খান গুরুতর আহত হন। পরে তার বন্ধুরা স্থানীয় লোকজনের সহায়তায় জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান জানান, নিহতের লাশ জেলা সদর হাসপাতালে আছে। লাশ ময়নাতদন্ত করার প্রক্রিয়া চলছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল যুবকের
ব্রাহ্মণবাড়িয়ায় ৬ বন্ধু ঘুরতে বেরিয়ে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে মাহী খান (২৫) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের গজারিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহী সিলেট শহরের আম্বরখানা এলাকার এনায়েতুল্লা খানের ছেলে। তিনি সিলেট মদন মোহন কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানান, কক্সবাজার থেকে ঘুরে ৬ বন্ধু ৩টি মোটরসাইকেলে করে সিলেটে যাচ্ছিলেন। পথিমধ্যে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার গজারিয়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে মোটরসাইকেলচালক মাহী খান গুরুতর আহত হন। পরে তার বন্ধুরা স্থানীয় লোকজনের সহায়তায় জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান জানান, নিহতের লাশ জেলা সদর হাসপাতালে আছে। লাশ ময়নাতদন্ত করার প্রক্রিয়া চলছে।