কুমিল্লার চৌদ্দগ্রামে স্বামী হত্যার দায়ে সাজাপ্রাপ্ত স্ত্রী গ্রেফতার
কুমিল্লা ব্যুরো
১৬ সেপ্টেম্বর ২০২০, ১৮:০৪:১৯ | অনলাইন সংস্করণ
কুমিল্লার চৌদ্দগ্রামে স্বামী হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সুফিয়া আক্তার প্রিয়াকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার আলকরা ইউনিয়নের বান্দেরঝলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে চৌদ্দগ্রাম থানা পুলিশ। সুফিয়া (৩৬) ওই ইউনিয়নের বাঁকগ্রামের মৃত আবদুস সাত্তারের মেয়ে এবং ধোপাখিলা গ্রামের মৃত ইউসুফ ভূঁইয়ার ছেলে ইকবাল হোসেনের স্ত্রী।
২০০৮ সালে স্ত্রী সুফিয়ার অনৈতিক কাজে বাধা দেয়ায় স্বামী ইকবাল হোসেনকে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত তাকে যাবজ্জীবন সাজা দেন।
জানা যায়, ২০০৮ সালে চট্টগ্রাম মহানগরের বন্দর এলাকায় স্ত্রী সুফিয়াকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন ইকবাল। সেখানে অনৈতিক কাজে জড়িয়ে পড়ে স্ত্রী সুফিয়া। বিষয়টি ইকবাল হোসেনের নজরে এলে সুফিয়াকে ওই কাজ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করেন। কিন্তু এতে ক্ষিপ্ত হয়ে ভাইকে নিয়ে স্বামী ইকবাল হোসেনকে হত্যা করে সুফিয়া। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে চট্টগ্রামের বন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত সুফিয়াকে যাবজ্জীবন সাজা প্রদান করেন।
আদালতের রায়ের পর থেকে সুফিয়া পলাতক ছিলেন। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে বোনের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে চৌদ্দগ্রাম থানা পুলিশ। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কুমিল্লার চৌদ্দগ্রামে স্বামী হত্যার দায়ে সাজাপ্রাপ্ত স্ত্রী গ্রেফতার
কুমিল্লার চৌদ্দগ্রামে স্বামী হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সুফিয়া আক্তার প্রিয়াকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার আলকরা ইউনিয়নের বান্দেরঝলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে চৌদ্দগ্রাম থানা পুলিশ। সুফিয়া (৩৬) ওই ইউনিয়নের বাঁকগ্রামের মৃত আবদুস সাত্তারের মেয়ে এবং ধোপাখিলা গ্রামের মৃত ইউসুফ ভূঁইয়ার ছেলে ইকবাল হোসেনের স্ত্রী।
২০০৮ সালে স্ত্রী সুফিয়ার অনৈতিক কাজে বাধা দেয়ায় স্বামী ইকবাল হোসেনকে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত তাকে যাবজ্জীবন সাজা দেন।
জানা যায়, ২০০৮ সালে চট্টগ্রাম মহানগরের বন্দর এলাকায় স্ত্রী সুফিয়াকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন ইকবাল। সেখানে অনৈতিক কাজে জড়িয়ে পড়ে স্ত্রী সুফিয়া। বিষয়টি ইকবাল হোসেনের নজরে এলে সুফিয়াকে ওই কাজ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করেন। কিন্তু এতে ক্ষিপ্ত হয়ে ভাইকে নিয়ে স্বামী ইকবাল হোসেনকে হত্যা করে সুফিয়া। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে চট্টগ্রামের বন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত সুফিয়াকে যাবজ্জীবন সাজা প্রদান করেন।
আদালতের রায়ের পর থেকে সুফিয়া পলাতক ছিলেন। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে বোনের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে চৌদ্দগ্রাম থানা পুলিশ। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।