বর্ণাঢ্য শোভাযাত্রায় যুগান্তর স্বজন সমাবেশের জন্মোৎসব শুরু
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২০, ২২:১৩:৩০ | অনলাইন সংস্করণ
দেশের শীর্ষ পাঠকপ্রিয় পত্রিকা দৈনিক যুগান্তরের দেশসেরা পাঠক সংগঠন গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের ১৭তম জন্মদিন উদযাপন উপলক্ষে বুধবার অনুষ্ঠিত হয় অনলাইনে কুইজ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। উৎসবের উদ্বোধন করেন গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। তিনি বলেন, স্বজন সমাবেশের মতো সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোকেও সক্রিয় হওয়া উচিত। এ ধরনের কর্মসূচি শুধু মেধা লালন করে না, সমাজকেও আলোকিত করে।
বৃহস্পতিবার বেলা ১১টায় বর্ণাঢ্য শোভাযাত্রা, কেককাটা ও অনুভূতি প্রকাশের মধ্য দিয়ে জন্মোৎসবের কর্মসূচি শুরু হতে যাচ্ছে। ২০০৪ সালের এই দিনে মাত্র ১৩ জন সদস্য নিয়ে এ সংগঠনের যাত্রা শুরু হয়। বর্তমানে সক্রিয়-আধাসক্রিয় স্বজনের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। ২০০৯ সালে এ সংগঠনটি দেশসেরা সংগঠনের উপাধি লাভ করে। করোনাকালীন দুর্যোগে সেবামূলক কার্যক্রম ও সংবাদ প্রেরণের জন্য গৌরীপুর যুগান্তর প্রতিনিধি জেলায় শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হন। মাদক-তামাকবিরোধী, বাল্যবিয়ের বিরুদ্ধে সারাবছর সোচ্চার ছিলেন স্বজনরা। বৃক্ষরোপণ কার্যক্রমের জন্য উপজেলা কৃষি বিভাগের সম্মাননা স্মারক অর্জন করে।
প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সভাপতি মো. এমদাদুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বজন মোখলেছুর রহমান। বক্তব্য রাখেন গৌরীপুর প্রেস ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, সংগঠনের সহসভাপতি আব্দুল মালেক, আব্দুল মান্নান, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, সাধারণ সম্পাদক আল ইমরান মুক্তা, যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন প্রমুখ।
প্রতিযোগিতার বিষয় ছিল 'বঙ্গবন্ধুকে জানো'। প্রথম হয় তানজিনা আফরিন এ্যানি, দ্বিতীয় সেলিম আল রাজ ও মোহাম্মদ সুমন মিয়া, তৃতীয় আবুল হোসেন। দৈনিক যুগান্তর ও স্বজন সমাবেশকে জানো প্রতিযোগিতায় প্রথম হন সেলিম আল রাজ, দ্বিতীয় মো. রফিকুল ইসলাম, তৃতীয় স্থান অর্জন করেন তানজিনা আফরিন এ্যানি।
প্রতিযোগিতা সঞ্চালনা করেন গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। বিচারিক কাজে সহযোগিতা করেন সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাষক মোখলেছুর রহমান। প্রতিযোগিতায় ১৮ জন প্রতিযোগী অংশ নেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বর্ণাঢ্য শোভাযাত্রায় যুগান্তর স্বজন সমাবেশের জন্মোৎসব শুরু
দেশের শীর্ষ পাঠকপ্রিয় পত্রিকা দৈনিক যুগান্তরের দেশসেরা পাঠক সংগঠন গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের ১৭তম জন্মদিন উদযাপন উপলক্ষে বুধবার অনুষ্ঠিত হয় অনলাইনে কুইজ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। উৎসবের উদ্বোধন করেন গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। তিনি বলেন, স্বজন সমাবেশের মতো সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোকেও সক্রিয় হওয়া উচিত। এ ধরনের কর্মসূচি শুধু মেধা লালন করে না, সমাজকেও আলোকিত করে।
বৃহস্পতিবার বেলা ১১টায় বর্ণাঢ্য শোভাযাত্রা, কেককাটা ও অনুভূতি প্রকাশের মধ্য দিয়ে জন্মোৎসবের কর্মসূচি শুরু হতে যাচ্ছে। ২০০৪ সালের এই দিনে মাত্র ১৩ জন সদস্য নিয়ে এ সংগঠনের যাত্রা শুরু হয়। বর্তমানে সক্রিয়-আধাসক্রিয় স্বজনের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। ২০০৯ সালে এ সংগঠনটি দেশসেরা সংগঠনের উপাধি লাভ করে। করোনাকালীন দুর্যোগে সেবামূলক কার্যক্রম ও সংবাদ প্রেরণের জন্য গৌরীপুর যুগান্তর প্রতিনিধি জেলায় শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হন। মাদক-তামাকবিরোধী, বাল্যবিয়ের বিরুদ্ধে সারাবছর সোচ্চার ছিলেন স্বজনরা। বৃক্ষরোপণ কার্যক্রমের জন্য উপজেলা কৃষি বিভাগের সম্মাননা স্মারক অর্জন করে।
প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সভাপতি মো. এমদাদুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বজন মোখলেছুর রহমান। বক্তব্য রাখেন গৌরীপুর প্রেস ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, সংগঠনের সহসভাপতি আব্দুল মালেক, আব্দুল মান্নান, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, সাধারণ সম্পাদক আল ইমরান মুক্তা, যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন প্রমুখ।
প্রতিযোগিতার বিষয় ছিল 'বঙ্গবন্ধুকে জানো'। প্রথম হয় তানজিনা আফরিন এ্যানি, দ্বিতীয় সেলিম আল রাজ ও মোহাম্মদ সুমন মিয়া, তৃতীয় আবুল হোসেন। দৈনিক যুগান্তর ও স্বজন সমাবেশকে জানো প্রতিযোগিতায় প্রথম হন সেলিম আল রাজ, দ্বিতীয় মো. রফিকুল ইসলাম, তৃতীয় স্থান অর্জন করেন তানজিনা আফরিন এ্যানি।
প্রতিযোগিতা সঞ্চালনা করেন গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। বিচারিক কাজে সহযোগিতা করেন সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাষক মোখলেছুর রহমান। প্রতিযোগিতায় ১৮ জন প্রতিযোগী অংশ নেন।