নোয়াখালীতে শিশু ‘ধর্ষণচেষ্টায়’ মক্তবের শিক্ষক গ্রেফতার
নোয়াখালী প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২০, ১৩:৫৬:২৩ | অনলাইন সংস্করণ
শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে নোয়াখালীর বেগমগঞ্জে মক্তবের এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার আবদুল কুদ্দুস (২৪) কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার চৌদ্দদোনা পশ্চিম সাহাপুর গ্রামের কাজী শামসুল আলমের ছেলে।
এলাকাবাসীর অভিযোগ, উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে মক্তবে আরবি পড়ান আবদুল কুদ্দুস। শিশুটিও তার কাছে পড়ত।
বুধবার বিকালে শিশুটি ওই শিক্ষকের কক্ষের পাশ দিয়ে যাওয়ার সময় তার কাছে পানি চায়।
কিছুক্ষণ পর শিশুটি পানি নিয়ে তার কক্ষে গেলে আবদুল কুদ্দুস কক্ষের দরজা লাগিয়ে তাকে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে আবদুল কুদ্দুসকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।
বেগমগঞ্জ থানার ওসি হারুন-উর রশিদ চৌধুরী যুগান্তরকে জানান, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। আসামিকে বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে।
শিশুটির জবানবন্দি রেকর্ড করে তাকে মেডিকেল টেস্টের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নোয়াখালীতে শিশু ‘ধর্ষণচেষ্টায়’ মক্তবের শিক্ষক গ্রেফতার
শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে নোয়াখালীর বেগমগঞ্জে মক্তবের এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার আবদুল কুদ্দুস (২৪) কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার চৌদ্দদোনা পশ্চিম সাহাপুর গ্রামের কাজী শামসুল আলমের ছেলে।
এলাকাবাসীর অভিযোগ, উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে মক্তবে আরবি পড়ান আবদুল কুদ্দুস। শিশুটিও তার কাছে পড়ত।
বুধবার বিকালে শিশুটি ওই শিক্ষকের কক্ষের পাশ দিয়ে যাওয়ার সময় তার কাছে পানি চায়।
কিছুক্ষণ পর শিশুটি পানি নিয়ে তার কক্ষে গেলে আবদুল কুদ্দুস কক্ষের দরজা লাগিয়ে তাকে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে আবদুল কুদ্দুসকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।
বেগমগঞ্জ থানার ওসি হারুন-উর রশিদ চৌধুরী যুগান্তরকে জানান, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। আসামিকে বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে।
শিশুটির জবানবন্দি রেকর্ড করে তাকে মেডিকেল টেস্টের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।