রায়পুরে বিদেশি বিয়ারসহ যুবলীগ নেতা আটক
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২০, ০৯:৫১:১০ | অনলাইন সংস্করণ
লক্ষ্মীপুরের রায়পুরে ২৫০ ক্যান বিয়ারসহ মিজান ঢালী (৩৫) নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে ডিবি পুলিশ।
শুক্রবার রাতে উপজেলার দক্ষিণ চরআবাবিল ইউপির গজারিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক মিজানুর রহমান ঢালী একই এলাকার সাবেক ইউপি সদস্য ফজলুল করিম ঢালীর ছেলে এবং দক্ষিণ চরআবাবিল ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক।
গত কয়েক মাস আগে ভ্রাম্যমাণ আদালত মিজান ঢালীর হায়দরগঞ্জের গাজি মার্কেটের দোকানে -অভিযান চালিয়ে বিপুল পরিমান মদ ও বিয়ার উদ্ধার করেছিল। ওই সময় মিজানুর ঢালী পালিয়ে গেলে তার কর্মচারীকে ৩ মাসের জেল দেয়া হয়।
পুলিশ জানান, মিজান ঢালী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও কিশোর গ্যাং পরিচালনাসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। আগে কয়েকবার তাকে কয়েকবার আটক করতে গেলে পালিয়ে যায়।
এবার গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ওসির নেতৃত্বে অভিযান চালিয়ে বাড়ির ভিতর মাটি খুঁড়ে ২৫০টি বিয়ারের ক্যান উদ্ধারসহ মিজানকে আটক করা হয়। তার সহযোগীদেরও আটকের চেষ্টা চলছে। শনিবার সকালে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
লক্ষ্মীপুর ডিবি পুলিশের ওসি একেএম ফজলুল হক বলেন, মো. মিজান রাজনীতি ও ব্যবসার আড়ালে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধের সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ ছিলো। অবশেষে মাদকসহ তাকে আটক করা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
রায়পুরে বিদেশি বিয়ারসহ যুবলীগ নেতা আটক
লক্ষ্মীপুরের রায়পুরে ২৫০ ক্যান বিয়ারসহ মিজান ঢালী (৩৫) নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে ডিবি পুলিশ।
শুক্রবার রাতে উপজেলার দক্ষিণ চরআবাবিল ইউপির গজারিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক মিজানুর রহমান ঢালী একই এলাকার সাবেক ইউপি সদস্য ফজলুল করিম ঢালীর ছেলে এবং দক্ষিণ চরআবাবিল ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক।
গত কয়েক মাস আগে ভ্রাম্যমাণ আদালত মিজান ঢালীর হায়দরগঞ্জের গাজি মার্কেটের দোকানে -অভিযান চালিয়ে বিপুল পরিমান মদ ও বিয়ার উদ্ধার করেছিল। ওই সময় মিজানুর ঢালী পালিয়ে গেলে তার কর্মচারীকে ৩ মাসের জেল দেয়া হয়।
পুলিশ জানান, মিজান ঢালী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও কিশোর গ্যাং পরিচালনাসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। আগে কয়েকবার তাকে কয়েকবার আটক করতে গেলে পালিয়ে যায়।
এবার গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ওসির নেতৃত্বে অভিযান চালিয়ে বাড়ির ভিতর মাটি খুঁড়ে ২৫০টি বিয়ারের ক্যান উদ্ধারসহ মিজানকে আটক করা হয়। তার সহযোগীদেরও আটকের চেষ্টা চলছে। শনিবার সকালে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
লক্ষ্মীপুর ডিবি পুলিশের ওসি একেএম ফজলুল হক বলেন, মো. মিজান রাজনীতি ও ব্যবসার আড়ালে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধের সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ ছিলো। অবশেষে মাদকসহ তাকে আটক করা হয়েছে।