ফরিদগঞ্জে সড়কে প্রাণ গেল পল্লী বিদ্যুৎকর্মীর
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২০, ১৪:৩৯:৫৪ | অনলাইন সংস্করণ
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী পল্লী বিদ্যুৎ সমিতির এক কর্মী নিহত হয়েছেন।
সোমবার সকালে উপজেলার সিআইপি বাঁধের ইসলামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি পল্লী বিদ্যুতের ওয়ারিংয়ের কাজে জড়িত ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি তাইজুল ইসলামের বাবা রহমত উল্লাহ (৫৫) ।
স্থানীয়দের বরাত দিয়ে ফরিদগঞ্জ থানার ওসি আবদুর রকিব জানান, পল্লী বিদ্যুতের ওয়্যারিং কাজে জড়িত রহমত উল্লাহ সোমবার সকালে নিজ বাড়ি ফরিদগঞ্জ পৌর এলাকার চরকুমিরা থেকে মোটরসাইকেলে কামতা এলাকায় যাচ্ছিলেন।
পথে চাঁদপুর সেচপ্রকল্প বেড়িবাঁধের ইসলামপুর বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই রহমত উল্লাহর মৃত্যু হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ফরিদগঞ্জে সড়কে প্রাণ গেল পল্লী বিদ্যুৎকর্মীর
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী পল্লী বিদ্যুৎ সমিতির এক কর্মী নিহত হয়েছেন।
সোমবার সকালে উপজেলার সিআইপি বাঁধের ইসলামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি পল্লী বিদ্যুতের ওয়ারিংয়ের কাজে জড়িত ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি তাইজুল ইসলামের বাবা রহমত উল্লাহ (৫৫) ।
স্থানীয়দের বরাত দিয়ে ফরিদগঞ্জ থানার ওসি আবদুর রকিব জানান, পল্লী বিদ্যুতের ওয়্যারিং কাজে জড়িত রহমত উল্লাহ সোমবার সকালে নিজ বাড়ি ফরিদগঞ্জ পৌর এলাকার চরকুমিরা থেকে মোটরসাইকেলে কামতা এলাকায় যাচ্ছিলেন।
পথে চাঁদপুর সেচপ্রকল্প বেড়িবাঁধের ইসলামপুর বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই রহমত উল্লাহর মৃত্যু হয়।