সেই ওসি মর্জিনার স্থলাভিষিক্ত হলেন যিনি
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২০, ১৮:১৬:৩১ | অনলাইন সংস্করণ
কক্সবাজারের উখিয়া থানায় নতুন ওসি হিসেবে আহমেদ সঞ্জুর মোরশেদ যোগদান করেছেন। তিনি বদলি হওয়া ওসি মর্জিনা আকতারের স্থলাভিষিক্ত হলেন।
সদ্য যোগদানকৃত ওসি আহমেদ সঞ্জুর মোরশেদ শনিবার বিদায়ী ওসির নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেন।
জানা গেছে, কক্সবাজার জেলার নবাগত পুলিশ সুপার মো. হাসানুজ্জামান ২৫ সেপ্টেম্বর উখিয়া থানার ওসি হিসেবে আহমেদ সঞ্জুর মোরশেদকে নিয়োগ প্রদান করে আদেশ দেন। এর আগে তিনি সিলেটের ছাতক থানায় ওসি হিসেবে দায়িত্বে পালন করছেন।
এদিকে সদ্য বিদায়ী উখিয়া থানার প্রথম নারী ওসি মর্জিনা আকতারের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে বিভিন্ন অভিযোগ রয়েছে। এক কলেজছাত্রী তার বিরুদ্ধে নারী নির্যাতন মামলাও করেছেন। এছাড়া ওসি প্রদীপের সঙ্গে মিলে এক ব্যক্তিকে ধরে এনে তার বাসার টাকাপয়সা লুটপাটের অভিযোগ রয়েছে মর্জিনার বিরুদ্ধে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সেই ওসি মর্জিনার স্থলাভিষিক্ত হলেন যিনি
কক্সবাজারের উখিয়া থানায় নতুন ওসি হিসেবে আহমেদ সঞ্জুর মোরশেদ যোগদান করেছেন। তিনি বদলি হওয়া ওসি মর্জিনা আকতারের স্থলাভিষিক্ত হলেন।
সদ্য যোগদানকৃত ওসি আহমেদ সঞ্জুর মোরশেদ শনিবার বিদায়ী ওসির নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেন।
জানা গেছে, কক্সবাজার জেলার নবাগত পুলিশ সুপার মো. হাসানুজ্জামান ২৫ সেপ্টেম্বর উখিয়া থানার ওসি হিসেবে আহমেদ সঞ্জুর মোরশেদকে নিয়োগ প্রদান করে আদেশ দেন। এর আগে তিনি সিলেটের ছাতক থানায় ওসি হিসেবে দায়িত্বে পালন করছেন।
এদিকে সদ্য বিদায়ী উখিয়া থানার প্রথম নারী ওসি মর্জিনা আকতারের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে বিভিন্ন অভিযোগ রয়েছে। এক কলেজছাত্রী তার বিরুদ্ধে নারী নির্যাতন মামলাও করেছেন। এছাড়া ওসি প্রদীপের সঙ্গে মিলে এক ব্যক্তিকে ধরে এনে তার বাসার টাকাপয়সা লুটপাটের অভিযোগ রয়েছে মর্জিনার বিরুদ্ধে।