ডিজিটাল নিরাপত্তা আইনে যুবদল নেতা তহিদুল আটক
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২০, ১৫:১৭:৩৯ | অনলাইন সংস্করণ
নওগাঁর ধামইরহাটে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় তহিদুল ইসলাম (২৮) নামে এক যুবদল নেতাকে আটক করেছে থানা পুলিশ।
রোববার সন্ধ্যায় রসপুর বাজার থেকে তাকে আটক করা হয়।
তহিদুল ইসলাম ধামইরহাট থানা যুবদলের আহ্বায়ক ও খেলনা ইউনিয়নের রসপুর গ্রামের মৃত নমির উদ্দিনের ছেলে। গত ২৭ সেপ্টেম্বর উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন এ মামলা করেন।
সোমবার সকালে পুলিশ তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার দেখিয়ে নওগাঁ জেলহাজতে পাঠিয়েছে বলে জানা গেছে।
ধামইরহাট থানা ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, আটক যুবদল নেতা তহিদুল ইসলাম নিজ ফেসবুক আইডি ও কয়েকটি অনলাইন পোর্টাল ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিমূলক সংবাদ ও ছবি প্রকাশ করে গুজব ছড়িয়ে আসছিল।
এতে ক্ষুব্ধ হয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন তহিদুল ইসলামসহ কয়েকজনকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ রোববার সন্ধ্যায় রসপুরবাজার হতে তাকে আটক করে।
আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করলে তার ফেসবুক আইডি চেক করলে নানারকম ভিভ্রান্তিমূলক প্রচারণা চালানোর প্রমাণ পাওয়া যায়।
এ বিষয়ে ধামইরহাট থানার ওসি আবদুল মমিন জানান, তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার দেখিয়ে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ডিজিটাল নিরাপত্তা আইনে যুবদল নেতা তহিদুল আটক
নওগাঁর ধামইরহাটে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় তহিদুল ইসলাম (২৮) নামে এক যুবদল নেতাকে আটক করেছে থানা পুলিশ।
রোববার সন্ধ্যায় রসপুর বাজার থেকে তাকে আটক করা হয়।
তহিদুল ইসলাম ধামইরহাট থানা যুবদলের আহ্বায়ক ও খেলনা ইউনিয়নের রসপুর গ্রামের মৃত নমির উদ্দিনের ছেলে। গত ২৭ সেপ্টেম্বর উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন এ মামলা করেন।
সোমবার সকালে পুলিশ তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার দেখিয়ে নওগাঁ জেলহাজতে পাঠিয়েছে বলে জানা গেছে।
ধামইরহাট থানা ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, আটক যুবদল নেতা তহিদুল ইসলাম নিজ ফেসবুক আইডি ও কয়েকটি অনলাইন পোর্টাল ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিমূলক সংবাদ ও ছবি প্রকাশ করে গুজব ছড়িয়ে আসছিল।
এতে ক্ষুব্ধ হয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন তহিদুল ইসলামসহ কয়েকজনকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ রোববার সন্ধ্যায় রসপুরবাজার হতে তাকে আটক করে।
আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করলে তার ফেসবুক আইডি চেক করলে নানারকম ভিভ্রান্তিমূলক প্রচারণা চালানোর প্রমাণ পাওয়া যায়।
এ বিষয়ে ধামইরহাট থানার ওসি আবদুল মমিন জানান, তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার দেখিয়ে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।