অভয়নগরে স্বজন সমাবেশের উদ্যোগে পানিবন্দি মানুষের জন্য সহায়তা
অভয়নগর (যশোর) প্রতিনিধি
০১ অক্টোবর ২০২০, ২০:১৬:০৫ | অনলাইন সংস্করণ
অভয়নগরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে ভবদহ এলাকার পানিবন্দি মানুষের মাঝে ওষুধ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সরখোলা-ডুমুরতলা মাঝ বিলের রাস্তার ওপর এসব সামগ্রী বিতরণ করা হয়।
পানিবন্দি এলাকার গরিব-অসহায় ১০০ জন মানুষের মাঝে খাবার স্যালাইন, প্যারাসিটামল ট্যাবলেট, চুলকানি উপশম মলম, শিশুদের জন্য বিস্কুট ও চকোলেট বিতরণ করেন যুগান্তর স্বজন সমাবেশের অভয়নগর শাখার আহ্বায়ক এসএম ফারুক আহমেদ, সদস্য সচিব মো. আসাদুর রহমান আসাদ, কার্যনির্বাহী কমিটির সদস্য আসিফুল ইসলাম মোল্যা, রাজিব পাল, শেখ আহাদুজ্জামান আহাদ, অভিজিৎ সাহা দীপ, মিনহাজুল ইসলাম, শোয়েব আহমেদ ও সাব্বির আহমেদ।
এসব সামগ্রী বিতরণকালে সার্বিকভাবে সাহায্য-সহযোগিতা করেন যুগান্তরের অভয়নগর প্রতিনিধি তারিম আহমেদ ইমন। পানিবন্দি মানুষের মাঝে ওষুধ সামগ্রী বিতরণকালে যুগান্তর স্বজন সমাবেশের আহ্বায়ক এসএম ফারুক আহমেদ জানান, ব্যক্তিগত তহবিল থেকে স্বল্পপরিসরে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হলেও আগামীতে এ ধারা অব্যাহত থাকবে। যুগান্তর স্বজন সমাবেশের কর্মীরা সব সময় সমাজের গরিব-দু:খী ও অসহায় মানুষের পাশে থাকবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
অভয়নগরে স্বজন সমাবেশের উদ্যোগে পানিবন্দি মানুষের জন্য সহায়তা
অভয়নগরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে ভবদহ এলাকার পানিবন্দি মানুষের মাঝে ওষুধ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সরখোলা-ডুমুরতলা মাঝ বিলের রাস্তার ওপর এসব সামগ্রী বিতরণ করা হয়।
পানিবন্দি এলাকার গরিব-অসহায় ১০০ জন মানুষের মাঝে খাবার স্যালাইন, প্যারাসিটামল ট্যাবলেট, চুলকানি উপশম মলম, শিশুদের জন্য বিস্কুট ও চকোলেট বিতরণ করেন যুগান্তর স্বজন সমাবেশের অভয়নগর শাখার আহ্বায়ক এসএম ফারুক আহমেদ, সদস্য সচিব মো. আসাদুর রহমান আসাদ, কার্যনির্বাহী কমিটির সদস্য আসিফুল ইসলাম মোল্যা, রাজিব পাল, শেখ আহাদুজ্জামান আহাদ, অভিজিৎ সাহা দীপ, মিনহাজুল ইসলাম, শোয়েব আহমেদ ও সাব্বির আহমেদ।
এসব সামগ্রী বিতরণকালে সার্বিকভাবে সাহায্য-সহযোগিতা করেন যুগান্তরের অভয়নগর প্রতিনিধি তারিম আহমেদ ইমন। পানিবন্দি মানুষের মাঝে ওষুধ সামগ্রী বিতরণকালে যুগান্তর স্বজন সমাবেশের আহ্বায়ক এসএম ফারুক আহমেদ জানান, ব্যক্তিগত তহবিল থেকে স্বল্পপরিসরে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হলেও আগামীতে এ ধারা অব্যাহত থাকবে। যুগান্তর স্বজন সমাবেশের কর্মীরা সব সময় সমাজের গরিব-দু:খী ও অসহায় মানুষের পাশে থাকবে।