অবশেষে কলসিন্দুর জাতীয় নারী ফুটবলারদের প্রীতি ম্যাচ
ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২০, ১৪:০০:৫৪ | অনলাইন সংস্করণ
করোনাভাইরাসের প্রভাবে বন্ধ রয়েছে দেশের ফুটবল। আর সে কারণে দীর্ঘদিন ধরে ঘরে বসেই দিন কাটাচ্ছেন কলসিন্দুরের নারী ফুটবলাররা।
তবে আগামী ৮ অক্টোবর তাদের ক্যাম্পে যোগ দেয়ার সম্ভাবনা রয়েছে। সে লক্ষ্যে একটি প্রীতি ম্যাচ খেলেছেন মারিয়া তহুরারা।
সোমবার বিকালে কলমাকান্দা উপজেলার লেংগুরা নারী ফুটবল দলের সঙ্গে কলসিন্দুর স্কুল মাঠে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। তহুরা শামসুন্নাহারদের দাপুটে খেলায় লেংগুরা ফুটবল দলকে ৭-০ গোলে পরাজিত করেছে কলসিন্দুর নারী ফুটবল দল।
খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল ফজল, অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, অধ্যক্ষ রতন মিয়া, ফুটবল দলের ম্যানেজার সহকারী অধ্যাপক মালা রানী সরকার, সহকারী অধ্যাপক নাজমুল হক, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, প্রভাষক এবি সিদ্দিক, মঞ্জুরুল হক, রাসেল খান, মেয়েদের কোচ জুয়েল মিয়া প্রমুখ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
অবশেষে কলসিন্দুর জাতীয় নারী ফুটবলারদের প্রীতি ম্যাচ
করোনাভাইরাসের প্রভাবে বন্ধ রয়েছে দেশের ফুটবল। আর সে কারণে দীর্ঘদিন ধরে ঘরে বসেই দিন কাটাচ্ছেন কলসিন্দুরের নারী ফুটবলাররা।
তবে আগামী ৮ অক্টোবর তাদের ক্যাম্পে যোগ দেয়ার সম্ভাবনা রয়েছে। সে লক্ষ্যে একটি প্রীতি ম্যাচ খেলেছেন মারিয়া তহুরারা।
সোমবার বিকালে কলমাকান্দা উপজেলার লেংগুরা নারী ফুটবল দলের সঙ্গে কলসিন্দুর স্কুল মাঠে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। তহুরা শামসুন্নাহারদের দাপুটে খেলায় লেংগুরা ফুটবল দলকে ৭-০ গোলে পরাজিত করেছে কলসিন্দুর নারী ফুটবল দল।
খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল ফজল, অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, অধ্যক্ষ রতন মিয়া, ফুটবল দলের ম্যানেজার সহকারী অধ্যাপক মালা রানী সরকার, সহকারী অধ্যাপক নাজমুল হক, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, প্রভাষক এবি সিদ্দিক, মঞ্জুরুল হক, রাসেল খান, মেয়েদের কোচ জুয়েল মিয়া প্রমুখ।