ধর্ষকদের গ্রেফতার দাবিতে শহীদ মিনারে এক কলেজছাত্রীর অবস্থান
টাঙ্গাইল প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২০, ১৯:৩১:০৭ | অনলাইন সংস্করণ
নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় জড়িদের গ্রেফতারের দাবিতে টাঙ্গাইল শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন ফাতেমা রহমান বিথী নামে ‘ল’ কলেজের এক শিক্ষার্থী। তিনি নারায়ণগঞ্জ ‘ল’ কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।
মঙ্গলবার সকাল ৯টা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন বিথী। এছাড়াও দেশজুড়ে অব্যাহতভাবে নারী ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদ জানান তিনি।
সিলেট এমসি কলেজ ও নোয়াখালীসহ সারা দেশে ধর্ষণের মতো এমন ঘটনার বিরুদ্ধে শিক্ষার্থী ফাতেমা আক্তার বিথীর সঙ্গে একত্রিত হয়ে যোগদান করে সাধারণ ছাত্রসমাজ।
ফাতেমা রহমান বিথী জানান, যতদিন পর্যন্ত বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় জড়িতদের গ্রেফতার করা না হবে ততদিন তিনি এ অবস্থান কর্মসূচি পালন করে যাবেন। সারা দেশে যেভাবে ধর্ষণ শুরু হয়েছে তা থেকে সবাইকে নিয়ে বাঁচতে চান তিনি। তিনি ধর্ষকদের শাস্তি দাবি করেন।
ফাতেমা রহমান বিথী বলেন, আমি একজন নারী হিসেবে এই রাষ্ট্রে নিজেকে অনিরাপদ মনে করি। তাই আমি আমার নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ অবস্থান কর্মসূচি শুরু করেছি সকাল ৯টা থেকে। এছাড়াও গত কয়েক দিনে বেশ কয়েকটি ধর্ষণের ঘটনা ঘটেছে সারা দেশে। নারী নির্যাতন রোধে বিভিন্ন আইন ও তাতে শাস্তির বিধান থাকলেও সামাজিক অবক্ষয়ের কারণে নারীর ওপর সহিংসতা দিন দিন বাড়ছেই। ছোট-বড় সব নারীর সম্মান রক্ষা করা সমাজের নৈতিক দায়িত্ব এবং নারীর ওপর সহিংসতা বন্ধে জনসচেতনতা সৃষ্টির বিষয়টিও এখানে গুরুত্বপূর্ণ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ধর্ষকদের গ্রেফতার দাবিতে শহীদ মিনারে এক কলেজছাত্রীর অবস্থান
নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় জড়িদের গ্রেফতারের দাবিতে টাঙ্গাইল শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন ফাতেমা রহমান বিথী নামে ‘ল’ কলেজের এক শিক্ষার্থী। তিনি নারায়ণগঞ্জ ‘ল’ কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।
মঙ্গলবার সকাল ৯টা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন বিথী। এছাড়াও দেশজুড়ে অব্যাহতভাবে নারী ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদ জানান তিনি।
সিলেট এমসি কলেজ ও নোয়াখালীসহ সারা দেশে ধর্ষণের মতো এমন ঘটনার বিরুদ্ধে শিক্ষার্থী ফাতেমা আক্তার বিথীর সঙ্গে একত্রিত হয়ে যোগদান করে সাধারণ ছাত্রসমাজ।
ফাতেমা রহমান বিথী জানান, যতদিন পর্যন্ত বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় জড়িতদের গ্রেফতার করা না হবে ততদিন তিনি এ অবস্থান কর্মসূচি পালন করে যাবেন। সারা দেশে যেভাবে ধর্ষণ শুরু হয়েছে তা থেকে সবাইকে নিয়ে বাঁচতে চান তিনি। তিনি ধর্ষকদের শাস্তি দাবি করেন।
ফাতেমা রহমান বিথী বলেন, আমি একজন নারী হিসেবে এই রাষ্ট্রে নিজেকে অনিরাপদ মনে করি। তাই আমি আমার নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ অবস্থান কর্মসূচি শুরু করেছি সকাল ৯টা থেকে। এছাড়াও গত কয়েক দিনে বেশ কয়েকটি ধর্ষণের ঘটনা ঘটেছে সারা দেশে। নারী নির্যাতন রোধে বিভিন্ন আইন ও তাতে শাস্তির বিধান থাকলেও সামাজিক অবক্ষয়ের কারণে নারীর ওপর সহিংসতা দিন দিন বাড়ছেই। ছোট-বড় সব নারীর সম্মান রক্ষা করা সমাজের নৈতিক দায়িত্ব এবং নারীর ওপর সহিংসতা বন্ধে জনসচেতনতা সৃষ্টির বিষয়টিও এখানে গুরুত্বপূর্ণ।