মাদক ব্যবসায় বাধা: নান্দাইলে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২০, ২২:৪৮:৪১ | অনলাইন সংস্করণ
মাদক ব্যবসায় বাধা দেয়ায় ময়মনসিংহের নান্দাইল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতিকে কুপিয়ে জখম করা হয়েছে। বুধবার সকালে বাড়ি থেকে উপজেলা সদরে আসার পথে পথরোধ করে তাকে কোপানো হয়। দ্রুত তাকে উদ্ধার করে নান্দাইল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলেও মাদক ব্যবসায়ীকে ধরতে পারেনি। পরে বিকালে এলাকার লোকজন ধরে তাকে পুলিশের হাতে তুলে দেন। স্থানীয় সূত্র জানায়, নান্দাইল পৌরসভার ভূঁইয়াপাড়া মহল্লার মৃত কুতুব উদ্দিনের ছেলে কাকন খান (২৮) একজন ইয়াবাখোর ও আন্তঃজেলার মাদক ব্যবসায়ী। পুলিশের খাতায় সে মাদক সম্রাট হিসেবে চিহ্নিত। এ পর্যন্ত কমপক্ষে ছয়বার ডিবি ও পুলিশের হাতে গ্রেফতার হয়ে জেলহাজতে গিয়ে জামিনে মুক্ত হয়ে এসেছে।
সম্প্রতি এলাকার লোকজন তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠে। আর এ ঘটনার নেতৃত্ব দেন একই এলাকার বাসিন্দা মো. আব্দুর রহিম উদ্দিন ভূঁইয়ার ছেলে হাফিজুর রহমান রিপন। তিনি নান্দাইল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, উপজেলা পুলিশিং কমিটির সাবেক সাধারণ সম্পাদক এবং আসন্ন পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী।
তিনি মাদক ব্যবসায়ী কাকনকে এ ব্যবসা ছেড়ে দিতে বললে ক্ষিপ্ত হয়। রিপন জানান, তিনি বুধবার সকালে বৃষ্টির সময় ছাতা মাথায় দিয়ে সদরে আসার সময় মাদক ব্যবসায়ী কাকন তার পথরোধ করে হাতে থাকা একটি ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় প্রতিহত করতে চাইলে ডান হাতের দুইটি আঙ্গুল কেটে যায়। হাসপাতালে নেয়ার পর বেশ কয়েকটি সেলাই দিয়ে ভর্তি করা হয়।
নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, কাকন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাকে ধরতে পুলিশ অনেকবার চেষ্টা করেছে। ছাত্রলীগ নেতাকে আহতের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মাদক ব্যবসায় বাধা: নান্দাইলে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম
মাদক ব্যবসায় বাধা দেয়ায় ময়মনসিংহের নান্দাইল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতিকে কুপিয়ে জখম করা হয়েছে। বুধবার সকালে বাড়ি থেকে উপজেলা সদরে আসার পথে পথরোধ করে তাকে কোপানো হয়। দ্রুত তাকে উদ্ধার করে নান্দাইল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলেও মাদক ব্যবসায়ীকে ধরতে পারেনি। পরে বিকালে এলাকার লোকজন ধরে তাকে পুলিশের হাতে তুলে দেন। স্থানীয় সূত্র জানায়, নান্দাইল পৌরসভার ভূঁইয়াপাড়া মহল্লার মৃত কুতুব উদ্দিনের ছেলে কাকন খান (২৮) একজন ইয়াবাখোর ও আন্তঃজেলার মাদক ব্যবসায়ী। পুলিশের খাতায় সে মাদক সম্রাট হিসেবে চিহ্নিত। এ পর্যন্ত কমপক্ষে ছয়বার ডিবি ও পুলিশের হাতে গ্রেফতার হয়ে জেলহাজতে গিয়ে জামিনে মুক্ত হয়ে এসেছে।
সম্প্রতি এলাকার লোকজন তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠে। আর এ ঘটনার নেতৃত্ব দেন একই এলাকার বাসিন্দা মো. আব্দুর রহিম উদ্দিন ভূঁইয়ার ছেলে হাফিজুর রহমান রিপন। তিনি নান্দাইল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, উপজেলা পুলিশিং কমিটির সাবেক সাধারণ সম্পাদক এবং আসন্ন পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী।
তিনি মাদক ব্যবসায়ী কাকনকে এ ব্যবসা ছেড়ে দিতে বললে ক্ষিপ্ত হয়। রিপন জানান, তিনি বুধবার সকালে বৃষ্টির সময় ছাতা মাথায় দিয়ে সদরে আসার সময় মাদক ব্যবসায়ী কাকন তার পথরোধ করে হাতে থাকা একটি ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় প্রতিহত করতে চাইলে ডান হাতের দুইটি আঙ্গুল কেটে যায়। হাসপাতালে নেয়ার পর বেশ কয়েকটি সেলাই দিয়ে ভর্তি করা হয়।
নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, কাকন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাকে ধরতে পুলিশ অনেকবার চেষ্টা করেছে। ছাত্রলীগ নেতাকে আহতের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।