মুন্সীগঞ্জে প্রাইভেটকার চাপায় নারীর মৃত্যু
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২০, ২২:৫৫:০২ | অনলাইন সংস্করণ
মুন্সীগঞ্জের শ্রীনগরে প্রাইভেটকার চাপায় অজ্ঞাত এক নারীর (৪৭) মৃত্যু হয়েছে। বুধবার সকাল সোয়া ১০টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার হাঁসাড়া কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, এ ঘটনায় এক্সপ্রেসওয়েতে পথচারী পারাপারে ফুটওভার নির্মাণের দাবিতে প্রায় ৩০ মিনিটের জন্য সড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা। খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবেশ শান্ত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত ওই নারী রাস্তা পারাপার হওয়ার সময় ঢাকাগামী একটি প্রাইভেটকার চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে হাঁসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল বাছেদ জানান, ওই নারীর পরিচয় এখনও পাওয়া যায়নি। পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মুন্সীগঞ্জে প্রাইভেটকার চাপায় নারীর মৃত্যু
মুন্সীগঞ্জের শ্রীনগরে প্রাইভেটকার চাপায় অজ্ঞাত এক নারীর (৪৭) মৃত্যু হয়েছে। বুধবার সকাল সোয়া ১০টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার হাঁসাড়া কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, এ ঘটনায় এক্সপ্রেসওয়েতে পথচারী পারাপারে ফুটওভার নির্মাণের দাবিতে প্রায় ৩০ মিনিটের জন্য সড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা। খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবেশ শান্ত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত ওই নারী রাস্তা পারাপার হওয়ার সময় ঢাকাগামী একটি প্রাইভেটকার চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে হাঁসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল বাছেদ জানান, ওই নারীর পরিচয় এখনও পাওয়া যায়নি। পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।