গণতন্ত্রহীনতা-বিচারহীনতার কারণেই আজকে দেশে মহাবিপর্যয়: ড. মোশাররফ
কুমিল্লা ব্যুরো
০৮ অক্টোবর ২০২০, ২১:৫১:৪৭ | অনলাইন সংস্করণ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, গণতন্ত্রহীনতা ও বিচারহীনতার কারণেই আজকে দেশে মহাবিপর্যয়। সরকারি দলের কুকর্মের কারণে দেশের মানুষ মানবেতর দিন কাটাচ্ছে। বিদ্যমান বিপর্যয় থেকে দেশকে রক্ষাকল্পে গণতান্ত্রিক সরকার ও আইনের শাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।
তিনি বলেন, এ লক্ষ্যে কঠোর আন্দোলনের মাধ্যমে বর্তমান ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে তাদের বাধ্য করতে হবে। সেই নির্বাচনে জনগণের ভোটে একটি দেশপ্রমিক গণতান্ত্রিক সরকার রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হবে। জনজীবনে ফিরে আসবে শান্তি ও প্রগতি।
বৃহস্পতিবার কুমিল্লার দাউদকান্দি সদরে তার বাসভবনে দাউদকান্দি উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থীদের সমর্থনে উপজেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মোশাররফ এসব কথা বলেন।
তিনি বলেন, সরকারি দলের ক্যাডারদের সিরিজ ধর্ষণের ঘটনা জাতিকে ভাবিয়ে তুলেছে। সোনার ছেলেরা ধর্ষণের মহোৎসব করছে। এ ঘৃণ্য, বর্বরোচিত অপরাধের নিন্দার ভাষা নেই, বিশ্ববিবেকে নাড়া দিয়েছে। জাতি হিসেবে আমরা লজ্জিত, মা-বোনের সম্ভ্রমের কোনো নিরাপত্তা নেই। সম্ভ্রম হারানোর আশঙ্কায় গোটা জাতি এখন সন্ত্রস্ত ও স্তম্ভিত।
তিনি ২০ অক্টোবর দাউদকান্দি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীসহ সবার প্রতি আহ্বান জানান।
দাউদকান্দি উপজেলা বিএনপির সভাপতি একেএম সামছুল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন- বিএনপি নেতা আবুল হাশেম, জসিম উদ্দিন আহমেদ, নুর মোহাম্মদ সেলিম সরকার, ভিপি জাহাঙ্গীর আলম, আহাম্মদ হোসেন তালুকদার, মো. শাহাজালাল, মো. আনোয়ার হোসেন, উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. সাইফুল আলম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. রুহুল আমিন ও ফরিদা ইয়াসমিন ডলি, মো. শাহ আলম সরকার, মোশারফ হোসেন হাজারী, কামরুল হাসান ফকির, ছাত্রদল নেতা মো. রোমান খন্দকার প্রমুখ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
গণতন্ত্রহীনতা-বিচারহীনতার কারণেই আজকে দেশে মহাবিপর্যয়: ড. মোশাররফ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, গণতন্ত্রহীনতা ও বিচারহীনতার কারণেই আজকে দেশে মহাবিপর্যয়। সরকারি দলের কুকর্মের কারণে দেশের মানুষ মানবেতর দিন কাটাচ্ছে। বিদ্যমান বিপর্যয় থেকে দেশকে রক্ষাকল্পে গণতান্ত্রিক সরকার ও আইনের শাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।
তিনি বলেন, এ লক্ষ্যে কঠোর আন্দোলনের মাধ্যমে বর্তমান ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে তাদের বাধ্য করতে হবে। সেই নির্বাচনে জনগণের ভোটে একটি দেশপ্রমিক গণতান্ত্রিক সরকার রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হবে। জনজীবনে ফিরে আসবে শান্তি ও প্রগতি।
বৃহস্পতিবার কুমিল্লার দাউদকান্দি সদরে তার বাসভবনে দাউদকান্দি উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থীদের সমর্থনে উপজেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মোশাররফ এসব কথা বলেন।
তিনি বলেন, সরকারি দলের ক্যাডারদের সিরিজ ধর্ষণের ঘটনা জাতিকে ভাবিয়ে তুলেছে। সোনার ছেলেরা ধর্ষণের মহোৎসব করছে। এ ঘৃণ্য, বর্বরোচিত অপরাধের নিন্দার ভাষা নেই, বিশ্ববিবেকে নাড়া দিয়েছে। জাতি হিসেবে আমরা লজ্জিত, মা-বোনের সম্ভ্রমের কোনো নিরাপত্তা নেই। সম্ভ্রম হারানোর আশঙ্কায় গোটা জাতি এখন সন্ত্রস্ত ও স্তম্ভিত।
তিনি ২০ অক্টোবর দাউদকান্দি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীসহ সবার প্রতি আহ্বান জানান।
দাউদকান্দি উপজেলা বিএনপির সভাপতি একেএম সামছুল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন- বিএনপি নেতা আবুল হাশেম, জসিম উদ্দিন আহমেদ, নুর মোহাম্মদ সেলিম সরকার, ভিপি জাহাঙ্গীর আলম, আহাম্মদ হোসেন তালুকদার, মো. শাহাজালাল, মো. আনোয়ার হোসেন, উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. সাইফুল আলম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. রুহুল আমিন ও ফরিদা ইয়াসমিন ডলি, মো. শাহ আলম সরকার, মোশারফ হোসেন হাজারী, কামরুল হাসান ফকির, ছাত্রদল নেতা মো. রোমান খন্দকার প্রমুখ।