বিয়ে বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ গেল পুলিশ সদস্যের
মাগুরা প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২০, ২১:৫১:৫৬ | অনলাইন সংস্করণ
মাগুরায় চাচার বিয়েতে অংশ নিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নাহিদ হাসান দীপ্ত (২৪) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুর ১২টার দিকে রাজবাড়ীর গোয়ালদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাহিদ হাসান জেলার শ্রীপুর উপজেলার গোয়ালদহ গ্রামের নবুয়ত হোসেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, ঢাকায় কর্মরত পুলিশ কনস্টেবল নাহিদ হাসান চাচার বিয়ে উপলক্ষে কয়েকদিন আগে ছুটি নিয়ে গ্রামের বাড়িতে আসেন। শুক্রবার পার্শ্ববর্তী রাজবাড়ি জেলায় ওই বিয়েতে অংশ নিতে তিনি মোটরসাইকেল চালিয়ে বরযাত্রীদের সঙ্গে বাড়ি থেকে বের হন।
কিন্তু গোয়ালদহ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছুটে আসা ইঞ্জিনচালিত একটি ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে ২টার দিকে তার মৃত্যু হয়।
মাগুরা সদর থানার ওসি জয়নাল আবেদিন বলেন, বরিশাল রেঞ্জে সংযুক্ত নাহিদ হাসান বাংলাদেশ পুলিশের হকি দলের খেলোয়াড় হিসেবে ঢাকায় কর্মরত ছিলেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বিয়ে বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ গেল পুলিশ সদস্যের
মাগুরায় চাচার বিয়েতে অংশ নিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নাহিদ হাসান দীপ্ত (২৪) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুর ১২টার দিকে রাজবাড়ীর গোয়ালদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাহিদ হাসান জেলার শ্রীপুর উপজেলার গোয়ালদহ গ্রামের নবুয়ত হোসেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, ঢাকায় কর্মরত পুলিশ কনস্টেবল নাহিদ হাসান চাচার বিয়ে উপলক্ষে কয়েকদিন আগে ছুটি নিয়ে গ্রামের বাড়িতে আসেন। শুক্রবার পার্শ্ববর্তী রাজবাড়ি জেলায় ওই বিয়েতে অংশ নিতে তিনি মোটরসাইকেল চালিয়ে বরযাত্রীদের সঙ্গে বাড়ি থেকে বের হন।
কিন্তু গোয়ালদহ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছুটে আসা ইঞ্জিনচালিত একটি ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে ২টার দিকে তার মৃত্যু হয়।
মাগুরা সদর থানার ওসি জয়নাল আবেদিন বলেন, বরিশাল রেঞ্জে সংযুক্ত নাহিদ হাসান বাংলাদেশ পুলিশের হকি দলের খেলোয়াড় হিসেবে ঢাকায় কর্মরত ছিলেন।