সিলেটে শিপন হত্যা মামলার ২ আসামি গ্রেফতার
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২০, ১৪:৪৬:১৫ | অনলাইন সংস্করণ
সিলেটের ওসমানীনগরের পশ্চিম পৈলনপুর ইউপির ঈশাগ্রাই গ্রামের শিপন হত্যা মামলার সাড়ে ৫ মাস পর মামলার এজারভুক্ত অন্যতম এক আসামিসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পূর্ব কাতিয়া হাবিল খানের বাড়িতে জগন্নাথপুর থানা পুলিশের সহযোগিতায় মামলার তদন্ত কর্মকর্তা এসআই স্বাধীন চন্দ্র তালুকদার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো– উপজেলার পশ্চিম পৈলনপুর ইউপির ঈশাগ্রাই গ্রামের আবদুল হেকিমের ছেলে কালা মিয়া এবং একই গ্রামের মৃত তাহির উল্যার ছেলে নুরুল ইসলাম।
তবে মামলার প্রধান আসামি ধন মেম্বার ও অন্য সহযোগীরা পলাতক রয়েছে।
শিপন হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ওসমানীনগর থানার এসআই স্বাধীন চন্দ্র তালুকদার বলেন, মামলার প্রধান আসামি ধন মেম্বারসহ অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আশা করি শিগগিরই অন্য আসামিরা ধরা পড়বে।
উল্লেখ্য, চলতি বছরের গত ৬ মে উপজেলার পশ্চিম পৈলনপুর ইউপির ঈশাগ্রাই গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে ৫নং ওয়ার্ড ইউপি সদস্য একই গ্রামের মৃত দরছ উল্যার ছেলে ধন মেম্বারের ছুলফির আঘাতে প্রতিপক্ষ আশিক মিয়ার ছেলে শিপন মিয়া(২৪) গুরুত আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিপনকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের পর দিন নিহত শিপনের বড় ভাই রিপন মিয়া বাদী হয়ে ধন মেম্বারকে প্রধান আসামি করে ২৭ জনের নামে ওসমানীনগর থানায় হত্যা মামলা করেন।
ঘটনার দিন রাতে পুলিশ মামলার এজাহারভুক্ত আট আসামিকে গ্রেফতার করলেও মামলার প্রধান আসামিসহ ১৯ আসামি পলাতক থাকে। হত্যাকাণ্ডের সাড়ে ৫ মাস পর পুলিশ সোমবার রাতে দুই আসামিকে গ্রেফতার করে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সিলেটে শিপন হত্যা মামলার ২ আসামি গ্রেফতার
সিলেটের ওসমানীনগরের পশ্চিম পৈলনপুর ইউপির ঈশাগ্রাই গ্রামের শিপন হত্যা মামলার সাড়ে ৫ মাস পর মামলার এজারভুক্ত অন্যতম এক আসামিসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পূর্ব কাতিয়া হাবিল খানের বাড়িতে জগন্নাথপুর থানা পুলিশের সহযোগিতায় মামলার তদন্ত কর্মকর্তা এসআই স্বাধীন চন্দ্র তালুকদার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো– উপজেলার পশ্চিম পৈলনপুর ইউপির ঈশাগ্রাই গ্রামের আবদুল হেকিমের ছেলে কালা মিয়া এবং একই গ্রামের মৃত তাহির উল্যার ছেলে নুরুল ইসলাম।
তবে মামলার প্রধান আসামি ধন মেম্বার ও অন্য সহযোগীরা পলাতক রয়েছে।
শিপন হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ওসমানীনগর থানার এসআই স্বাধীন চন্দ্র তালুকদার বলেন, মামলার প্রধান আসামি ধন মেম্বারসহ অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আশা করি শিগগিরই অন্য আসামিরা ধরা পড়বে।
উল্লেখ্য, চলতি বছরের গত ৬ মে উপজেলার পশ্চিম পৈলনপুর ইউপির ঈশাগ্রাই গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে ৫নং ওয়ার্ড ইউপি সদস্য একই গ্রামের মৃত দরছ উল্যার ছেলে ধন মেম্বারের ছুলফির আঘাতে প্রতিপক্ষ আশিক মিয়ার ছেলে শিপন মিয়া(২৪) গুরুত আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিপনকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের পর দিন নিহত শিপনের বড় ভাই রিপন মিয়া বাদী হয়ে ধন মেম্বারকে প্রধান আসামি করে ২৭ জনের নামে ওসমানীনগর থানায় হত্যা মামলা করেন।
ঘটনার দিন রাতে পুলিশ মামলার এজাহারভুক্ত আট আসামিকে গ্রেফতার করলেও মামলার প্রধান আসামিসহ ১৯ আসামি পলাতক থাকে। হত্যাকাণ্ডের সাড়ে ৫ মাস পর পুলিশ সোমবার রাতে দুই আসামিকে গ্রেফতার করে।