নারীকে বিবস্ত্র করে নির্যাতন: আসামির মোবাইল উদ্ধার
jugantor
নারীকে বিবস্ত্র করে নির্যাতন: আসামির মোবাইল উদ্ধার

  কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি  

১৫ অক্টোবর ২০২০, ২১:২৬:২৯  |  অনলাইন সংস্করণ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে কৃষ্ণপুর গ্রামে চাঞ্চল্যকর গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও পর্নোগ্রাফি মামলায় রিমান্ডে থাকা এজাহারভুক্ত ৬নং আসামি সামছুদ্দিন সুমনের স্বীকারোক্তি অনুযায়ী তার ব্যবহৃত মোবাইলটি উদ্ধার করা হয়েছে।

বুধবার রাতে পিবিআই তার স্বীকারোক্তি মোতাবেক ফেনী জেলা শহরের শান্তিনিকেতন এলাকা থেকে সুমনের ব্যবহৃত মোবাইলটি উদ্ধার করে।

পিবিআইয়ের পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, সামছুদ্দিন সুমনের ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে। ঘটনার পরপরই সুমন তার ব্যবহৃত মোবাইল ফোনটি বিক্রি করে দিয়েছিল। উদ্ধারকৃত মোবাইলের মাধ্যমে সন্ত্রাসীদের অনেক অজানা তথ্য বেরিয়ে আসবে বলে তিনি জানান।

নোয়াখালী জেলা শহর, হাতিয়া উপজেলাসহ বিভিন্ন উপজেলায় বৃহস্পতিবারও মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর নোয়াখালী জেলা শহরে মুক্তিযোদ্ধা মঞ্চ বিক্ষোভ সমাবেশ শেষে মশাল মিছিল বের করে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী শাখা আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- মাওলানা মাহমুদুর রহমান, মাওলানা আশরাফ আলী দিদার, মাওলানা শহীদুল ইসলাম, মাওলানা আলাউদ্দিন প্রমুখ।

নারীকে বিবস্ত্র করে নির্যাতন: আসামির মোবাইল উদ্ধার

 কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি 
১৫ অক্টোবর ২০২০, ০৯:২৬ পিএম  |  অনলাইন সংস্করণ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে কৃষ্ণপুর গ্রামে চাঞ্চল্যকর গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও পর্নোগ্রাফি মামলায় রিমান্ডে থাকা এজাহারভুক্ত ৬নং আসামি সামছুদ্দিন সুমনের স্বীকারোক্তি অনুযায়ী তার ব্যবহৃত মোবাইলটি উদ্ধার করা হয়েছে।

বুধবার রাতে পিবিআই তার স্বীকারোক্তি মোতাবেক ফেনী জেলা শহরের শান্তিনিকেতন এলাকা থেকে সুমনের ব্যবহৃত মোবাইলটি উদ্ধার করে।

পিবিআইয়ের পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, সামছুদ্দিন সুমনের ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে। ঘটনার পরপরই সুমন তার ব্যবহৃত মোবাইল ফোনটি বিক্রি করে দিয়েছিল। উদ্ধারকৃত মোবাইলের মাধ্যমে সন্ত্রাসীদের অনেক অজানা তথ্য বেরিয়ে আসবে বলে তিনি জানান। 

নোয়াখালী জেলা শহর, হাতিয়া উপজেলাসহ বিভিন্ন উপজেলায় বৃহস্পতিবারও মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর নোয়াখালী জেলা শহরে মুক্তিযোদ্ধা মঞ্চ বিক্ষোভ সমাবেশ শেষে মশাল মিছিল বের করে। 

ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী শাখা আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- মাওলানা মাহমুদুর রহমান, মাওলানা আশরাফ আলী দিদার, মাওলানা শহীদুল ইসলাম, মাওলানা আলাউদ্দিন প্রমুখ।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

ঘটনাপ্রবাহ : নোয়াখালীতে নারীকে নির্যাতন করে ভিডিও

জেলার খবর
অনুসন্ধান করুন