বাবাকে কুপিয়ে হত্যা করল মাদকাসক্ত ছেলে
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২০, ১৮:২০:১৯ | অনলাইন সংস্করণ
ঘাটাইলে মাদকাসক্ত ছেলে তার বাবা সমেস উদ্দিনকে (৫৫) কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাত ৯টার দিকে উপজেলার ধলাপাড়া ইউনিয়নের হেংগারচালা গ্রামে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহতের ছেলে হাসু মিয়া (২৮) দীর্ঘদিন যাবত মাদকাসক্ত। অতিমাত্রায় মাদক সেবন করায় এক পর্যায়ে সে প্রতিবন্ধীর মতো হয়ে যায়। নেশার টাকা জোগাড় করতে মাঝে মধ্যেই তার বাবা-মাকে চাপ দিত। ঘটনার রাতে নেশার টাকার জন্য তার বাবা-মার সাথে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ঘরে ঢুকে মাটি কাটার কোদাল দিয়ে তার বাবা সমেস উদ্দিনের মাথা ও শরীরে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তার মা দৌড়ে পালিয়ে আত্মরক্ষা করেন। এর আগেও বাবাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় হাসু। ধলাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে যুগান্তরকে বলেন, এ ঘটনার পর এলাকাবাসী ঘাতক ছেলে হাসু মিয়াকে আটক করে।
রোববার তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আলামত হিসেবে ঘটনাস্থল থেকে মাটি কাটার কোদাল, একটি বিদেশি লাইট, একটি বাঁশের লাঠি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বাবাকে কুপিয়ে হত্যা করল মাদকাসক্ত ছেলে
ঘাটাইলে মাদকাসক্ত ছেলে তার বাবা সমেস উদ্দিনকে (৫৫) কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাত ৯টার দিকে উপজেলার ধলাপাড়া ইউনিয়নের হেংগারচালা গ্রামে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহতের ছেলে হাসু মিয়া (২৮) দীর্ঘদিন যাবত মাদকাসক্ত। অতিমাত্রায় মাদক সেবন করায় এক পর্যায়ে সে প্রতিবন্ধীর মতো হয়ে যায়। নেশার টাকা জোগাড় করতে মাঝে মধ্যেই তার বাবা-মাকে চাপ দিত। ঘটনার রাতে নেশার টাকার জন্য তার বাবা-মার সাথে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ঘরে ঢুকে মাটি কাটার কোদাল দিয়ে তার বাবা সমেস উদ্দিনের মাথা ও শরীরে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তার মা দৌড়ে পালিয়ে আত্মরক্ষা করেন। এর আগেও বাবাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় হাসু। ধলাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে যুগান্তরকে বলেন, এ ঘটনার পর এলাকাবাসী ঘাতক ছেলে হাসু মিয়াকে আটক করে।
রোববার তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আলামত হিসেবে ঘটনাস্থল থেকে মাটি কাটার কোদাল, একটি বিদেশি লাইট, একটি বাঁশের লাঠি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।