পদ্মায় নৌকাডুবিতে ২ কৃষক নিখোঁজ, দিনভর নিষ্ফল উদ্ধার অভিযান
পাবনা প্রতিনিধি
২২ অক্টোবর ২০২০, ২২:১৮:৫৪ | অনলাইন সংস্করণ
পাবনা সদর উপজেলার চরতারাপুরে পদ্মা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ দুই কৃষককে ২৪ ঘণ্টায়ও উদ্ধার করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার সন্ধ্যায় পাবনা ফায়ার সার্ভিস স্থানীয় জনপ্রতিনিধি, নিখোঁজদের স্বজনসহ এলাকাবাসীর উপস্থিতিতে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেন।
বুধবার সন্ধ্যায় চরে কাজ করে বাড়ি ফেরার পথে সদর উপজেলার চরতারপুর ইউনিয়নের বাহিরচর গোরস্থান সংলগ্ন পদ্মা নদীতে নৌকাডুবিতে দুই কৃষক নিখোঁজ হন। তারা হলেন- পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের সাদুল্লাপুর গ্রামের মো. শুকুর হোসেন (৪৫) ও একই গ্রামের মো. তোফাজ্জল হোসেন (৫০)। এ ঘটনায় অপর ২০ জন আহত হন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৫০-৬০ জন কৃষক চরে কাজ করে একটি নৌকায় এপারে বাড়িতে ফিরছিলেন। নৌকাটি কোলচুরী আসার সময় পদ্মায় ডুবে যায়। এ সময় অন্য যাত্রীরা সাঁতরে ও উদ্ধারকারীদের মাধ্যমে পাড়ে আসতে পারলেও দুই কৃষক নিখোঁজ হন।
পাবনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. দুলাল মিয়া জানান, ঘটনার পরপরই সুজানগর ও পাবনা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধার অভিযান চালায়। বৃহস্পতিবার সকাল থেকে রাজশাহী থেকে আসা একটি প্রশিক্ষিত ডুবুরি দল দিনভর উদ্ধার অভিযান চালায়। ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটারের মধ্যে তারা জীবিত বা মৃত কাউকে খুঁজে পায়নি। এ অবস্থায় প্রশাসন, ফায়ার সার্ভিস, স্থানীয় জনপ্রতিনিধি, নিখোঁজদের স্বজনসহ এলাকাবাসীর উপস্থিতিতে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।
চরতারাপুর ইউপি চেয়ারম্যান রবিউল হক টুটুল জানান, ২ কৃষকের সন্ধান না পাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পদ্মায় নৌকাডুবিতে ২ কৃষক নিখোঁজ, দিনভর নিষ্ফল উদ্ধার অভিযান
পাবনা সদর উপজেলার চরতারাপুরে পদ্মা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ দুই কৃষককে ২৪ ঘণ্টায়ও উদ্ধার করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার সন্ধ্যায় পাবনা ফায়ার সার্ভিস স্থানীয় জনপ্রতিনিধি, নিখোঁজদের স্বজনসহ এলাকাবাসীর উপস্থিতিতে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেন।
বুধবার সন্ধ্যায় চরে কাজ করে বাড়ি ফেরার পথে সদর উপজেলার চরতারপুর ইউনিয়নের বাহিরচর গোরস্থান সংলগ্ন পদ্মা নদীতে নৌকাডুবিতে দুই কৃষক নিখোঁজ হন। তারা হলেন- পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের সাদুল্লাপুর গ্রামের মো. শুকুর হোসেন (৪৫) ও একই গ্রামের মো. তোফাজ্জল হোসেন (৫০)। এ ঘটনায় অপর ২০ জন আহত হন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৫০-৬০ জন কৃষক চরে কাজ করে একটি নৌকায় এপারে বাড়িতে ফিরছিলেন। নৌকাটি কোলচুরী আসার সময় পদ্মায় ডুবে যায়। এ সময় অন্য যাত্রীরা সাঁতরে ও উদ্ধারকারীদের মাধ্যমে পাড়ে আসতে পারলেও দুই কৃষক নিখোঁজ হন।
পাবনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. দুলাল মিয়া জানান, ঘটনার পরপরই সুজানগর ও পাবনা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধার অভিযান চালায়। বৃহস্পতিবার সকাল থেকে রাজশাহী থেকে আসা একটি প্রশিক্ষিত ডুবুরি দল দিনভর উদ্ধার অভিযান চালায়। ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটারের মধ্যে তারা জীবিত বা মৃত কাউকে খুঁজে পায়নি। এ অবস্থায় প্রশাসন, ফায়ার সার্ভিস, স্থানীয় জনপ্রতিনিধি, নিখোঁজদের স্বজনসহ এলাকাবাসীর উপস্থিতিতে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।
চরতারাপুর ইউপি চেয়ারম্যান রবিউল হক টুটুল জানান, ২ কৃষকের সন্ধান না পাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।