স্ত্রীকে অন্যের সঙ্গে ঘুরতে দেখার পর স্বামীর লাশ উদ্ধার
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২০, ২১:৪৯:৩৬ | অনলাইন সংস্করণ
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রতিমা বিসর্জনকালে স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে ঘুরতে দেখেন রামপদ জলদাস (২৮) নামে এক জেলে। পরদিন সকালে তার উদ্ধার করে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার দক্ষিণ সলিমপুর জেলেপাড়া থেকে তার লাশ উদ্ধার করা হয়। রামপদ জলদাস একই এলাকার শিবু জলদাসের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য নাছির জানান,সোমবার বিকালে বিজয়া দশমীতে চট্টগ্রামের পতেঙ্গায় প্রতিমা বিসর্জন দেখতে রামপদ জলদাস সেখানে যান। বিসর্জনকালে তার স্ত্রীকে অন্যজনের সঙ্গে ঘুরতে দেখে অপমানে বাড়িতে ফিরে আসেন। পরদিন সকালে নিজ ঘরের বিমের সঙ্গে তার লাশ দেখতে পায় স্বজনরা।
সীতাকুণ্ড থানার এসআই আজহার বলেন,সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
স্ত্রীকে অন্যের সঙ্গে ঘুরতে দেখার পর স্বামীর লাশ উদ্ধার
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রতিমা বিসর্জনকালে স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে ঘুরতে দেখেন রামপদ জলদাস (২৮) নামে এক জেলে। পরদিন সকালে তার উদ্ধার করে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার দক্ষিণ সলিমপুর জেলেপাড়া থেকে তার লাশ উদ্ধার করা হয়। রামপদ জলদাস একই এলাকার শিবু জলদাসের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য নাছির জানান,সোমবার বিকালে বিজয়া দশমীতে চট্টগ্রামের পতেঙ্গায় প্রতিমা বিসর্জন দেখতে রামপদ জলদাস সেখানে যান। বিসর্জনকালে তার স্ত্রীকে অন্যজনের সঙ্গে ঘুরতে দেখে অপমানে বাড়িতে ফিরে আসেন। পরদিন সকালে নিজ ঘরের বিমের সঙ্গে তার লাশ দেখতে পায় স্বজনরা।
সীতাকুণ্ড থানার এসআই আজহার বলেন,সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।