বেগমগঞ্জে বিবস্ত্র করে নির্যাতন: সোহাগ মেম্বারের জামিন ফের নামঞ্জুর
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২০, ২১:৫০:৩৯ | অনলাইন সংস্করণ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে জয়কৃষ্ণপুর গ্রামের খালপাড়ে চাঞ্চল্যকর গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন মামলার আসামি স্থানীয় ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগ মেম্বারের দ্বিতীয় দফায়ও জামিন নামঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালত সোহাগ মেম্বারের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর গুলজার আহমেদ জুয়েল জানান, নারী নির্যাতন মামলায় ভিকটিমের ২২ ধারার জবানবন্দিতে মোয়াজ্জেম হোসেন সোহাগ মেম্বারের নাম উঠে আসার পর পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার জামিনের আবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার তাকে জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়। তার পক্ষে কোনো আইনজীবী না থাকায় নিজেই নিজের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে বিচারক সোহাগ মেম্বারের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। এর আগে গত ১৩ অক্টোবর সোহাগ মেম্বার প্রথম জামিনের আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করেছিলেন।
প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর রাতে ওই নারীর স্বামী তার সঙ্গে দেখা করতে বাবার বাড়ি একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামে এসে তাদের ঘরে ঢুকেন। বিষয়টি দেখে ফেলে স্থানীয় মাদক ব্যবসায়ী ও দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার। রাত ১০টার দিকে দেলোয়ার তার লোকজন নিয়ে ওই নারীর ঘরে প্রবেশ করে পরপুরুষের সঙ্গে অনৈতিক কাজ ও তাদের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তাকে মারধর শুরু করে।
একপর্যায়ে পিটিয়ে নারীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে। ৪ অক্টোবর দুপুরে ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলায় তথা দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বেগমগঞ্জে বিবস্ত্র করে নির্যাতন: সোহাগ মেম্বারের জামিন ফের নামঞ্জুর
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে জয়কৃষ্ণপুর গ্রামের খালপাড়ে চাঞ্চল্যকর গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন মামলার আসামি স্থানীয় ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগ মেম্বারের দ্বিতীয় দফায়ও জামিন নামঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালত সোহাগ মেম্বারের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর গুলজার আহমেদ জুয়েল জানান, নারী নির্যাতন মামলায় ভিকটিমের ২২ ধারার জবানবন্দিতে মোয়াজ্জেম হোসেন সোহাগ মেম্বারের নাম উঠে আসার পর পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার জামিনের আবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার তাকে জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়। তার পক্ষে কোনো আইনজীবী না থাকায় নিজেই নিজের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে বিচারক সোহাগ মেম্বারের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। এর আগে গত ১৩ অক্টোবর সোহাগ মেম্বার প্রথম জামিনের আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করেছিলেন।
প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর রাতে ওই নারীর স্বামী তার সঙ্গে দেখা করতে বাবার বাড়ি একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামে এসে তাদের ঘরে ঢুকেন। বিষয়টি দেখে ফেলে স্থানীয় মাদক ব্যবসায়ী ও দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার। রাত ১০টার দিকে দেলোয়ার তার লোকজন নিয়ে ওই নারীর ঘরে প্রবেশ করে পরপুরুষের সঙ্গে অনৈতিক কাজ ও তাদের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তাকে মারধর শুরু করে।
একপর্যায়ে পিটিয়ে নারীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে। ৪ অক্টোবর দুপুরে ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলায় তথা দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়।