প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় কিশোরের আত্মহত্যা
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
০১ নভেম্বর ২০২০, ২২:২০:১২ | অনলাইন সংস্করণ
নাটোরের বড়াইগ্রামে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় সাদ্দাম হোসেন (১৬) নামে এক কিশোর কীটনাশক সেবনে আত্মহত্যা করেছে। রোববার দুপুরে উপজেলার বনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাদ্দাম হোসেন বড়াইগ্রাম সদর ইউনিয়নের চকপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, সাদ্দাম বনপাড়া এলাকার একটি ফার্নিচার কারখানায় কাঠমিস্ত্রির কাজ করত। সেখানে থাকার সুবাদে সে ওই এলাকার এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। কিন্তু সাদ্দামের মা এ সম্পর্ক মেনে নিতে রাজি হননি। এতে এক পর্যায়ে ক্ষোভে অভিমানে রোববার দুপুরে সে বিষাক্ত ট্যাবলেট সেবন করে। পরে তার সহকর্মীরা বুঝতে পেরে তাকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছু সময় পরই সাদ্দাম মারা যায়।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রহিম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় কিশোরের আত্মহত্যা
নাটোরের বড়াইগ্রামে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় সাদ্দাম হোসেন (১৬) নামে এক কিশোর কীটনাশক সেবনে আত্মহত্যা করেছে। রোববার দুপুরে উপজেলার বনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাদ্দাম হোসেন বড়াইগ্রাম সদর ইউনিয়নের চকপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, সাদ্দাম বনপাড়া এলাকার একটি ফার্নিচার কারখানায় কাঠমিস্ত্রির কাজ করত। সেখানে থাকার সুবাদে সে ওই এলাকার এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। কিন্তু সাদ্দামের মা এ সম্পর্ক মেনে নিতে রাজি হননি। এতে এক পর্যায়ে ক্ষোভে অভিমানে রোববার দুপুরে সে বিষাক্ত ট্যাবলেট সেবন করে। পরে তার সহকর্মীরা বুঝতে পেরে তাকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছু সময় পরই সাদ্দাম মারা যায়।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রহিম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।