আবাসিক হোটেলে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা
নোয়াখালী প্রতিনিধি
০২ নভেম্বর ২০২০, ০৯:৫৩:৪০ | অনলাইন সংস্করণ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আবাসিক হোটেলে চিরকুট লিখে থেকে এক যুবক আত্মহত্যা করেছেন।
রোববার রাত ১০টার দিকে উপজেলার চৌমুহনী বাজারের করিমপুর রোডের সমবায় মার্কেটের ঢাকা আবাসিক হোটেলের পঞ্চম তলার ৫৩৫নং কক্ষ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ সময় যুবকের মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া যায়। সেখানে লেখা ছিল– শহীদ নামে এক ব্যক্তির কাছে তার টাকা পাওনা ছিল।
নিহত যুবকের নাম মো. আল আমিন (৩৮)। তিনি নরসিংদী পৌরসভার কোঅপারেটিভ জুট মিলস এলাকার হাজারী পদ মণ্ডলের ছেলে।
পুলিশ জানায়, মো. আল আমিন গত ৩০ অক্টোবর সন্ধ্যায় ঢাকা আবাসিক হোটেলের ৫৩৫নং কক্ষ ভাড়া নেন। রোববার সন্ধ্যার দিকে তার কক্ষের দরজা বন্ধ করে সিলিংফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
পরে হোটেলের লোকজন দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
বেগমগঞ্জ থানার ওসি মুহাম্মদ কামরুজ্জামান শিকদার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। তবে ময়নাতদন্তের রিপোর্টের ওপর ভিত্তি করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আবাসিক হোটেলে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আবাসিক হোটেলে চিরকুট লিখে থেকে এক যুবক আত্মহত্যা করেছেন।
রোববার রাত ১০টার দিকে উপজেলার চৌমুহনী বাজারের করিমপুর রোডের সমবায় মার্কেটের ঢাকা আবাসিক হোটেলের পঞ্চম তলার ৫৩৫নং কক্ষ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ সময় যুবকের মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া যায়। সেখানে লেখা ছিল– শহীদ নামে এক ব্যক্তির কাছে তার টাকা পাওনা ছিল।
নিহত যুবকের নাম মো. আল আমিন (৩৮)। তিনি নরসিংদী পৌরসভার কোঅপারেটিভ জুট মিলস এলাকার হাজারী পদ মণ্ডলের ছেলে।
পুলিশ জানায়, মো. আল আমিন গত ৩০ অক্টোবর সন্ধ্যায় ঢাকা আবাসিক হোটেলের ৫৩৫নং কক্ষ ভাড়া নেন। রোববার সন্ধ্যার দিকে তার কক্ষের দরজা বন্ধ করে সিলিংফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
পরে হোটেলের লোকজন দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
বেগমগঞ্জ থানার ওসি মুহাম্মদ কামরুজ্জামান শিকদার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। তবে ময়নাতদন্তের রিপোর্টের ওপর ভিত্তি করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।