সড়কে প্রাণ গেল তিন ইন্টারনেট সার্ভিস কর্মীর
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
০২ নভেম্বর ২০২০, ২২:৩৭:৩৪ | অনলাইন সংস্করণ
চাঁদপুরের ফরিদগঞ্জে মোটরসাইকেল-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জাহেদ (১৬), রায়হান (১৬) ও আল-আমিন (১৭) নামে তিন ইন্টারনেট সার্ভিস কর্মী নিহত হয়েছে। সোমবার দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জে চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কের টিএন্ডটি এলাকার পাঠান বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
জাহেদের পিতার নাম নান্টু মিয়া, রায়হানের পিতার নাম আ. কুদ্দুছ ও আল-আমিনের পিতার নাম আবুল কালাম। এদিকে তিন সহকর্মীর মৃত্যুর ঘটনায় ভেঙে পড়েন ইন্টারনেট সার্ভিসের কর্মী ও কর্মকর্তারা।
জানা গেছে, সোমবার দুপুরে ফরিদগঞ্জ ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিসের জাহেদসহ তিনজন লাইনম্যান মোটরসাইকেলে লাইন তদারকি করতে যাওয়ার সময় চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের টিএন্ডটি এলাকার বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জাহেদের মৃত্যু হয়।
গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল আরোহী আল-আমিন ও রায়হানকে প্রথমে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করে। সেখানেই রায়হানের মৃত্যু হয়। পরে ঢাকায় নেয়ার পথে গুরুতর আহত আল-আমিনও মারা যায়।
ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহিদ হোসেন দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, চালক মনির গাজীকে আটক ও সিএনজিটি জব্দ করা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সড়কে প্রাণ গেল তিন ইন্টারনেট সার্ভিস কর্মীর
চাঁদপুরের ফরিদগঞ্জে মোটরসাইকেল-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জাহেদ (১৬), রায়হান (১৬) ও আল-আমিন (১৭) নামে তিন ইন্টারনেট সার্ভিস কর্মী নিহত হয়েছে। সোমবার দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জে চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কের টিএন্ডটি এলাকার পাঠান বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
জাহেদের পিতার নাম নান্টু মিয়া, রায়হানের পিতার নাম আ. কুদ্দুছ ও আল-আমিনের পিতার নাম আবুল কালাম। এদিকে তিন সহকর্মীর মৃত্যুর ঘটনায় ভেঙে পড়েন ইন্টারনেট সার্ভিসের কর্মী ও কর্মকর্তারা।
জানা গেছে, সোমবার দুপুরে ফরিদগঞ্জ ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিসের জাহেদসহ তিনজন লাইনম্যান মোটরসাইকেলে লাইন তদারকি করতে যাওয়ার সময় চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের টিএন্ডটি এলাকার বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জাহেদের মৃত্যু হয়।
গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল আরোহী আল-আমিন ও রায়হানকে প্রথমে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করে। সেখানেই রায়হানের মৃত্যু হয়। পরে ঢাকায় নেয়ার পথে গুরুতর আহত আল-আমিনও মারা যায়।
ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহিদ হোসেন দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, চালক মনির গাজীকে আটক ও সিএনজিটি জব্দ করা হয়েছে।