সীমান্তে ৩৯ ভারতীয় গরু আটক
নেত্রকোনা ও কলমাকান্দা প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২০, ১৩:২৭:০২ | অনলাইন সংস্করণ
নেত্রকোনার কলমাকান্দার সীমান্ত এলাকা থেকে ৩৯টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের যৌথ টহল দল।
সোমবার রাত সাড়ে ৯টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোনার বিজিবির (৩১ ব্যাটালিয়ন) অধিনায়ক লে. কর্নেল সাব্বির আহমেদ।
জানা যায়, ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রংছাতি হাজংপাড়া এলাকায় পাঁচগাঁও বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) বিজিবির আট সদস্যের দল ও কলমাকান্দা থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে।
এ সময় সীমান্ত ১১৮৫/৪-এস নম্বর পিলারের আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ৩৯টি ভারতীয় গরু আটক করে এ যৌথ টহল দল।
যৌথ টহল দলের উপস্থিতি টের পেয়ে গরু চোরকারবারিরা পালিয়ে গেছে। আটক ৩৯টি গরু নেত্রকোনা কাস্টমস অফিসে জমা করা হবে বলে ওই প্রেস বিজ্ঞপ্তিতে নেত্রকোনা বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাব্বির আহমেদ জানান।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সীমান্তে ৩৯ ভারতীয় গরু আটক
নেত্রকোনার কলমাকান্দার সীমান্ত এলাকা থেকে ৩৯টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের যৌথ টহল দল।
সোমবার রাত সাড়ে ৯টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোনার বিজিবির (৩১ ব্যাটালিয়ন) অধিনায়ক লে. কর্নেল সাব্বির আহমেদ।
জানা যায়, ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রংছাতি হাজংপাড়া এলাকায় পাঁচগাঁও বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) বিজিবির আট সদস্যের দল ও কলমাকান্দা থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে।
এ সময় সীমান্ত ১১৮৫/৪-এস নম্বর পিলারের আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ৩৯টি ভারতীয় গরু আটক করে এ যৌথ টহল দল।
যৌথ টহল দলের উপস্থিতি টের পেয়ে গরু চোরকারবারিরা পালিয়ে গেছে। আটক ৩৯টি গরু নেত্রকোনা কাস্টমস অফিসে জমা করা হবে বলে ওই প্রেস বিজ্ঞপ্তিতে নেত্রকোনা বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাব্বির আহমেদ জানান।