করোনায় বাঁশখালীর প্রথম এমপির মৃত্যু
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২০, ২১:৫৭:১১ | অনলাইন সংস্করণ
চট্টগ্রামের বাঁশখালীর প্রথম সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহ-ই-জাহান চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
তার বয়স হয়েছিল (৭২) বছর। তিনি দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান। শাহ-ই-জাহান চৌধুরী বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তিনি অক্টোবরের মাঝামাঝি সময় করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।
মঙ্গলবার বাদ এশা জানাজা শেষে রাজধানীর মোহাম্মদপুর কবরস্থান ঈদগাহ মাঠের পাশে তার লাশ দাফন করা হয় বলে জানিয়েছেন মরহুমের ছোটভাই শহীদ জাহান (খোকন)।
উল্লেখ্য, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৩ সালে তিনি বাঁশখালী থেকে এমপি নির্বাচিত হন। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতিসহ অনেক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে বাঁশখালীতে শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
করোনায় বাঁশখালীর প্রথম এমপির মৃত্যু
চট্টগ্রামের বাঁশখালীর প্রথম সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহ-ই-জাহান চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
তার বয়স হয়েছিল (৭২) বছর। তিনি দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান। শাহ-ই-জাহান চৌধুরী বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তিনি অক্টোবরের মাঝামাঝি সময় করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।
মঙ্গলবার বাদ এশা জানাজা শেষে রাজধানীর মোহাম্মদপুর কবরস্থান ঈদগাহ মাঠের পাশে তার লাশ দাফন করা হয় বলে জানিয়েছেন মরহুমের ছোটভাই শহীদ জাহান (খোকন)।
উল্লেখ্য, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৩ সালে তিনি বাঁশখালী থেকে এমপি নির্বাচিত হন। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতিসহ অনেক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে বাঁশখালীতে শোকের ছায়া নেমে এসেছে।