মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর লাশ
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
০৫ নভেম্বর ২০২০, ২১:৫৬:২৭ | অনলাইন সংস্করণ
কুষ্টিয়ার কুমারখালীতে মাহসড়কের পাশ থেকে অজ্ঞাত নারীর (৩৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে এলাকাবাসী উপজেলার সদকী ইউনিয়নের করাতকান্দি এলাকায় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাশে এক নারীর লাশ দেখতে পান।
পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। মহিলার গায়ের রং ফর্সা, পরনে ছিল সেলোয়ার-কামিজ।
এ ব্যাপারে কুমারখালী থানার ওসি মো. মুজিবর রহমান জানান, লাশটির ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। লাশের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। কী কারণে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্ত ছাড়া তা বলা যাচ্ছে না।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর লাশ
কুষ্টিয়ার কুমারখালীতে মাহসড়কের পাশ থেকে অজ্ঞাত নারীর (৩৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে এলাকাবাসী উপজেলার সদকী ইউনিয়নের করাতকান্দি এলাকায় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাশে এক নারীর লাশ দেখতে পান।
পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। মহিলার গায়ের রং ফর্সা, পরনে ছিল সেলোয়ার-কামিজ।
এ ব্যাপারে কুমারখালী থানার ওসি মো. মুজিবর রহমান জানান, লাশটির ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। লাশের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। কী কারণে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্ত ছাড়া তা বলা যাচ্ছে না।