বেড়াতে এসে প্রাইভেটকারচাপায় প্রাণ গেল দাদি-নাতির
শ্রীনগর প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২০, ২০:১২:৩৭ | অনলাইন সংস্করণ
মুন্সীগঞ্জের শ্রীনগরে বেড়াতে এসে রাস্তা পার হওয়ার সময় প্রাইভেটকারচাপায় দাদি ও নাতির মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের হাঁসাড়া স্কুলগেট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দাদি মিনু মল্লিক (৭০) ও নাতি অচিন মল্লিক (৮)। মিনু মল্লিক ও অচিন মল্লিকের বাড়ি সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের কালশুর গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মিনু মল্লিক তার নাতি অচিন মল্লিককে নিয়ে নাগেরপাড়ায় মেয়েজামাই কাজল মণ্ডলের বাড়িতে দুই দিন আগে বেড়াতে আসেন। বাড়ি ফেরার পথে হাঁসাড়া স্কুল গেটের পূর্বপাশ থেকে পশ্চিম পাশে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে মাওয়াগামী একটি প্রাইভেটকার তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।
এ সময় নাতি অচিন মল্লিক ঘটনাস্থলেই প্রাণ হারায়। মুমূর্ষু অবস্থায় দাদি মিনু মল্লিককে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।
শুক্রবার সকালে তারা নিজ বাড়িতে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ জনতা হাঁসাড়া স্কুলগেটে ফুটওভার ব্রিজের দাবিতে ১ ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখেন।
শ্রীনগর থানার ওসি (তদন্ত) মো. হেলাল উদ্দিন বলেন, বিক্ষুব্ধ জনতার দাবি বাস্তবায়নে পুলিশের সহযোগিতার আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বেড়াতে এসে প্রাইভেটকারচাপায় প্রাণ গেল দাদি-নাতির
মুন্সীগঞ্জের শ্রীনগরে বেড়াতে এসে রাস্তা পার হওয়ার সময় প্রাইভেটকারচাপায় দাদি ও নাতির মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের হাঁসাড়া স্কুলগেট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দাদি মিনু মল্লিক (৭০) ও নাতি অচিন মল্লিক (৮)। মিনু মল্লিক ও অচিন মল্লিকের বাড়ি সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের কালশুর গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মিনু মল্লিক তার নাতি অচিন মল্লিককে নিয়ে নাগেরপাড়ায় মেয়েজামাই কাজল মণ্ডলের বাড়িতে দুই দিন আগে বেড়াতে আসেন। বাড়ি ফেরার পথে হাঁসাড়া স্কুল গেটের পূর্বপাশ থেকে পশ্চিম পাশে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে মাওয়াগামী একটি প্রাইভেটকার তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।
এ সময় নাতি অচিন মল্লিক ঘটনাস্থলেই প্রাণ হারায়। মুমূর্ষু অবস্থায় দাদি মিনু মল্লিককে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।
শুক্রবার সকালে তারা নিজ বাড়িতে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ জনতা হাঁসাড়া স্কুলগেটে ফুটওভার ব্রিজের দাবিতে ১ ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখেন।
শ্রীনগর থানার ওসি (তদন্ত) মো. হেলাল উদ্দিন বলেন, বিক্ষুব্ধ জনতার দাবি বাস্তবায়নে পুলিশের সহযোগিতার আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।