বগুড়ায় বাসের চাপায় ২ ট্রাকচালক নিহত
বগুড়া ব্যুরো ও শেরপুর প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২০, ২০:৩৮:৪০ | অনলাইন সংস্করণ
বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাসের চাপায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা দুই ট্রাকচালক নিহত হয়েছেন। এ সময় আহত দুই হেলপারকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার বিকাল সোয়া ৪টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে বগুড়ার শেরপুরের মির্জাপুর আমবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালকরা হলেন- বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের বাগড়া কলোনি গ্রামের নুরুল ইসলামের ছেলে আবু সাঈদ (২৪) ও একই গ্রামের হবিবর রহমানের ছেলে আবু বক্কর (৩৫)।
বগুড়ার শেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রতন হোসেন জানান, মির্জাপুর আমবাগান এলাকায় মহাসড়ক সম্প্রসারণ কাজ চলছে। কাজের কারণে শুক্রবার বিকাল সোয়া ৪টার দিকে সেখানে দুটি মালবাহী ট্রাক দাঁড়িয়ে ছিল। চালক আবু বক্কর ও আবু সাঈদ নিজেদের মধ্যে গল্প করছিলেন।
এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী রেজভি ট্রাভেলসের একটি বাসের (ঢাকা মেট্রো-ব-১৫-৬৭১৯) চালক নিয়ন্ত্রণ হারান। বাসটি দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দিলে চাপায় দুই চালক ঘটনাস্থলেই মারা যান। আহত হন হেলপার সৈকত ও জাকির। তাদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে পুলিশের শেরপুর ক্যাম্পের এসআই আশরাফুল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক দুটো জব্দ করা হয়েছে। নিহত দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মামলা হয়নি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বগুড়ায় বাসের চাপায় ২ ট্রাকচালক নিহত
বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাসের চাপায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা দুই ট্রাকচালক নিহত হয়েছেন। এ সময় আহত দুই হেলপারকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার বিকাল সোয়া ৪টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে বগুড়ার শেরপুরের মির্জাপুর আমবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালকরা হলেন- বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের বাগড়া কলোনি গ্রামের নুরুল ইসলামের ছেলে আবু সাঈদ (২৪) ও একই গ্রামের হবিবর রহমানের ছেলে আবু বক্কর (৩৫)।
বগুড়ার শেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রতন হোসেন জানান, মির্জাপুর আমবাগান এলাকায় মহাসড়ক সম্প্রসারণ কাজ চলছে। কাজের কারণে শুক্রবার বিকাল সোয়া ৪টার দিকে সেখানে দুটি মালবাহী ট্রাক দাঁড়িয়ে ছিল। চালক আবু বক্কর ও আবু সাঈদ নিজেদের মধ্যে গল্প করছিলেন।
এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী রেজভি ট্রাভেলসের একটি বাসের (ঢাকা মেট্রো-ব-১৫-৬৭১৯) চালক নিয়ন্ত্রণ হারান। বাসটি দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দিলে চাপায় দুই চালক ঘটনাস্থলেই মারা যান। আহত হন হেলপার সৈকত ও জাকির। তাদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে পুলিশের শেরপুর ক্যাম্পের এসআই আশরাফুল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক দুটো জব্দ করা হয়েছে। নিহত দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মামলা হয়নি।