রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে কৃষকের মৃত্যু
রাজবাড়ী প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২০, ১১:৩০:৩৪ | অনলাইন সংস্করণ
রাজাবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ট্রেনে কাটা পড়ে সুজাত আলী (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।
রোববার সকাল ৯টার দিকে উপজেলার চরফরিদপুর মসজিদের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুজাত আলী বহরপুরের গাংচর পদমদী গ্রামের আমেত আলীর ছেলে।
দুর্ঘটনার বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল করিম।
তিনি জানান, রোববার সকাল ৯টার দিকে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনটি রাজশাহী যাচ্ছিল। চরফরিদপুর মসজিদের কাছে ওই ট্রেনে কাটা পড়ে সুজাত আলীর মৃত্যু হয়।
নিহতের স্বজনরা জানান, সুজাত কানে কম শুনতেন এবং বোবা ছিলেন। অন্যের জমিতে কাজ করার জন্য সকালে বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। তার সঙ্গে আরও ৪-৫ জন লোক ছিলেন।
সবাই সাইকেলে চরফরিদপুর মসজিদ এলাকায় রেললাইন পার হচ্ছিলেন। এ সময় অন্যরা পার হতে পারলেও গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের নিচে কাটা পড়েন সুজাত।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে কৃষকের মৃত্যু
রাজাবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ট্রেনে কাটা পড়ে সুজাত আলী (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।
রোববার সকাল ৯টার দিকে উপজেলার চরফরিদপুর মসজিদের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুজাত আলী বহরপুরের গাংচর পদমদী গ্রামের আমেত আলীর ছেলে।
দুর্ঘটনার বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল করিম।
তিনি জানান, রোববার সকাল ৯টার দিকে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনটি রাজশাহী যাচ্ছিল। চরফরিদপুর মসজিদের কাছে ওই ট্রেনে কাটা পড়ে সুজাত আলীর মৃত্যু হয়।
নিহতের স্বজনরা জানান, সুজাত কানে কম শুনতেন এবং বোবা ছিলেন। অন্যের জমিতে কাজ করার জন্য সকালে বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। তার সঙ্গে আরও ৪-৫ জন লোক ছিলেন।
সবাই সাইকেলে চরফরিদপুর মসজিদ এলাকায় রেললাইন পার হচ্ছিলেন। এ সময় অন্যরা পার হতে পারলেও গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের নিচে কাটা পড়েন সুজাত।