মুক্তিযোদ্ধার স্ত্রী গণধর্ষণের শিকার, কিশোর গ্রেফতার
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২০, ২১:৩৪:৪৩ | অনলাইন সংস্করণ
পিরোজপুরের মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধার স্ত্রী ৬২ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন নারীকে গণধর্ষণ করেছে একদল লম্পট। এ ঘটনায় সোমবার এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনায় ওই বৃদ্ধার ছেলে দুইজনের নাম উল্লেখ ও অজ্ঞাত তিনজনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় রোববার রাতে মামলা দায়ের করেছেন।
আসামিরা হল- উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের শাহ আলম টুকু জমাদ্দারের ছেলে লিসান (১৯) ও কালাম হাওলাদারের ছেলে রবিউল (১৮)। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নিজ এলাকা থেকে আসামি রবিউলকে সোমবার দুপুরে গ্রেফতার করেছে।
মামলা সূত্রে জানা যায়, লিসান ও রবিউল মানসিক ভারসাম্যহীন ওই বৃদ্ধাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিল। গত ৩০ অক্টোবর রাতে ওই বৃদ্ধা প্রতিবেশীর বিয়েবাড়ি থেকে নিজ ঘরে ফেরার পথে ওতপেতে থাকা লিসান, রবিউলসহ পাঁচজন তাকে মুখ চেপে ধরে স্থানীয় চৌকিদার বাড়ির পরিত্যক্ত গোয়াল ঘরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।
পিরোজপুর জেলা সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুব জাকী ধর্ষণের আলামতের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হক জানান, আধুনিক প্রযুক্তির মাধ্যমে মামলার ২নং আসামি রবিউলকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মুক্তিযোদ্ধার স্ত্রী গণধর্ষণের শিকার, কিশোর গ্রেফতার
পিরোজপুরের মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধার স্ত্রী ৬২ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন নারীকে গণধর্ষণ করেছে একদল লম্পট। এ ঘটনায় সোমবার এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনায় ওই বৃদ্ধার ছেলে দুইজনের নাম উল্লেখ ও অজ্ঞাত তিনজনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় রোববার রাতে মামলা দায়ের করেছেন।
আসামিরা হল- উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের শাহ আলম টুকু জমাদ্দারের ছেলে লিসান (১৯) ও কালাম হাওলাদারের ছেলে রবিউল (১৮)। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নিজ এলাকা থেকে আসামি রবিউলকে সোমবার দুপুরে গ্রেফতার করেছে।
মামলা সূত্রে জানা যায়, লিসান ও রবিউল মানসিক ভারসাম্যহীন ওই বৃদ্ধাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিল। গত ৩০ অক্টোবর রাতে ওই বৃদ্ধা প্রতিবেশীর বিয়েবাড়ি থেকে নিজ ঘরে ফেরার পথে ওতপেতে থাকা লিসান, রবিউলসহ পাঁচজন তাকে মুখ চেপে ধরে স্থানীয় চৌকিদার বাড়ির পরিত্যক্ত গোয়াল ঘরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।
পিরোজপুর জেলা সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুব জাকী ধর্ষণের আলামতের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হক জানান, আধুনিক প্রযুক্তির মাধ্যমে মামলার ২নং আসামি রবিউলকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।